২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  ঈদগাঁওতে সোহেল, ইসলামাবাদে রাজ্জাক, ইসলামপুরে দেলোয়ার, জালালাবাদে জনি ও পোকখালীতে রফিক বিজ়য়   ●  মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই’র ১০তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের অভিযানে গুলিসহ দু’জন গ্রেফতার   ●  তীব্র তাপদাহে মানুষের পাশে মেয়র মাহাবুব   ●  টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার   ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা

রাজপথে বিএনপি-জামায়াতের রাষ্ট্রদোহী কর্মকান্ড মোকাবেলায় যুবলীগ থাকবে সামনে- এমপি জাফর

বার্তা পরিবেশক

রাজপথে আন্দোলনের নামে পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষকে পুড়িয়ে মারা, সরকারি সম্পদ নষ্ট করা, জনগণেরজানমালের ক্ষতি করাসহ বিএনপিজামায়াতের সকল ধরণের ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড মোকাবেলায় বাংলাদেশআওয়ামী যুবলীগের নেতাকর্মীদের রাজপথে অগ্রভাগে থাকতে হবে। প্রতিবছর আগষ্ট মাস আসলেই ষড়যন্ত্রকারীরা নতুন করেষড়যন্ত্রের ফাঁদ পাতে, যুবলীগের নেতাকর্মীদের এই ষড়যন্ত্রকারীদের ব্যাপরে সর্তক থাকতে হবে।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে শোকর‌্যালী, আলোচনা সভা, খতমে কোরআন গণভোজের আয়োজন করা হয় রবিবার দুপুরে। এসব কর্মসূচীতে প্রধান অতিথিরবক্তব্যে যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত নির্দেশনামূলক কথাগুলো বলেন কক্সবাজার (চকরিয়াপেকুয়া) আসনেরসংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমপি। চকরিয়া আবাসিক মহিলাকলেজে অনুষ্ঠিত এসব কর্মসূচীতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ। অনুষ্ঠানপরিচালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দীন কছির।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য দেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহম্মদ বাহাদুর। বিশেষ বক্তারবক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলাআওয়ামীলীগের সহসভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকগিয়াসউদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের বন পরিবেশ সম্পাদক কমরুদ্দিনআহমদ, সদস্য এটিএম জিয়াউদ্দীন চৌধুরী জিয়া আমিনুর রশিদ দুলাল, আওয়ামী লীগ নেতা এসএম জাহাঙ্গীর আলমবুলবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাঃ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, আজিমুল হক আজিম চেয়ারম্যান, প্রচারসম্পাদক আবু মুছা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দীন চৌধুরী, সহসভাপতি ওয়ালিদ মিল্টন, আমান উল্লাহ আমান, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম।জেলা যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মির্জা ওবাইদ রুমেল, রিগ্যান আরাফাত, এডঃ ফয়জুলকবির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহব্বায়ক রণি, বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভপতি আমির হোসেন আমু,শ্রমীকলীগের সভাপতি জামাল উদ্দীন,সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন,স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক বাবলাদেবনাথ,পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন,পৌরসভা শ্রমিকলীগের সভপতি জহিরুল ইসলাম,কৃষকলীগেরসভাপতি সুলাল কান্তি সুশীল,সাঃ সম্পাদক লোটাস। উপজেলা যুবলীগের সহ সভাপতি কাউন্সিলর মুজিবুল হক, নাছিরউদ্দীন,জাবেদ হোসেন পুতুল,মহিদুল ইসলাম,যুগ্ন সাঃ সম্পাদক মোঃ রাসেল,শফিউল আজম,সিনিয়র সদস্য আলহাজ্ব হায়দারআলী,সাইফুল ইসলাম সাদেক,মোঃ সাইফুদ্দীন,সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ,রেফায়েত সিকদার,তারেকুলইসলাম চৌঃ,ফরহাদ হোসেন পার্কেল, প্রচার সম্পাদক জিল্লু রহমান,সাংস্কৃতিক সম্পাদক সাইদুল করিম,দপ্তর সম্পাদক মিজানুররহমান সুজন,স্বাস্থ্য সম্পাদক মাহামুদুল হক চৌঃ তপসির,সম্পাদ সালাহ্ উদ্দীন,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আনোয়ারুলইসলাম আনু,মুক্তিযোদ্ধা সম্পাদক আব্দুল আলম,সমাজ সেবা সম্পদক সাইফুল ইসলাম, সহ সম্পাদক তৌহিদুল ইসলাম,মোঃশফি,মোঃ আলমগীর,হাবিবুর রহমান,বজলুল কাদের সাহেদ,,এনামুল হক,আবু তৈয়ব,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিশেফায়াতুল কবির বাপ্পী,সাবেক সাঃ সম্পাদক সাকিব হোসেন সাজিদ,পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরানফারুক,সাবেক সাঃ সম্পাদক তারেকুল ইসলাম,মাতামুহুরী সাবেক সভাপতি হুমায়ুন কবির,কলেজ ছাত্রলীগের সভাপতিতোয়াছিন আনোয়ার জিহান,নিয়ামত আল্লাহ,আরমান উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহামুদ রুবেল। ইউনিয়নযুবলীগের নেতৃবৃন্দের মধ্যে  খুটাখালী যুবলীগের আহব্বায়ক তৌহিদুল ইসলাম মিঠু,যুগ্ন আহব্বায়ক মোঃ ওয়াসিম আকরাম,মোঃফারুক,আব্দু শুক্রুর,মোঃ ইমরান,হেলাল উদ্দীন,ডুলহাজারা আহব্বায়ক তৌহিদুল ইসলাম,যগ্ন আহব্বায়ক আমান উল্লাহ্,আব্দুরশিদ হায়দার,মোঃ কাইছার বাবুল,আবদুল আজিজ,জামাল উদ্দীন হাদি, রহিম,ফাঁসিয়াখালী সাবেক সভাপতিমহিউদ্দীন,নাজমুল হাসান লিটন,মোঃ আরাফাত,বাবুল, সাহাবউদ্দীন,চিরিংগা যুবলীগের  সাঃ সম্পাদক মোঃইসমাইল,সোহান,রাসেল,সুরাজপুরমানিকপুর আহব্বায়ক ফেরদৌস আলম,যুগ্ন আহব্বায়ক রুবেল,লক্ষারচরের সভাপতিসরওয়ার আলম,সাঃ সম্পাদক শেফায়েত হোসেন সাহেদ,কাকারা যুগ্ন আহব্বায়ক,মিনারুল ইসলাম,নজরুলইসলাম,রাজিব,সোহেল,রমিজ,কৈয়ারবিলের যুগ্ন আহব্বায়ক নুরুল মোস্তফা,জামশেদ আলম রুবেল,মিজানুর রহমান,বরইতলীযুগ্ন আহব্বায়ক মোঃ কাইছার,সাহাবউদ্দীন,বমুবিল ছড়ি সভাপতি ডাঃ মিজানুর রহমান,হারবাং সভাপতি জাহেদুল আলমলিটন,সাঃ সম্পাদক মুজিবুর রহমান,বেলাল উদ্দীন,আব্দু রউফ আরমান, নোমান, মোঃ এমরান সহ উপজেলা যুবলীগেরবিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ,শ্রমিকলীগবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদ আইভি রহমানসহ সকল শহীদের স্মরণে চকরিয়া পৌরশহরেরসিস্টেম চকরিয়া কমপ্লেক্সের সামনে থেকে বের হওয়া শোক র‌্যালিতে নেতৃত্ব দেন এমপি জাফর আলম। এদিকে এমপি জাফরআলম প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ফাঁসিয়াখালী ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগষ্ট ২১আগষ্টে শহীদদের স্মরণে শোকসভা, দোয়া মাহফিল গণভোজ অনুষ্ঠানে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলালউদ্দিন হেলালীর উদ্যোগে স্থানীয় কমিউনিটি সেন্টারে এই কর্মসূচীর আয়োজন করা হয়। এতে জেলা

আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

এদিকে এমপি জাফর আলম প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক ব্যবস্থাপনাকমিটির সভায়। সভা শেষে তিনি হাসপাতালের চক্ষু, ডায়াবেটিকস্ হাইপার টেনশান বিভাগ এবং বিভিন্ন

ওয়ার্ডে ভর্তিরত রোগীদের শারিরিক খোজখবর নেন। সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাডাঃ মহিউদ্দিন মাজেদ, আবাসিক মেডিকেল অফিসার মুজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, আজিজুর রহমান, পেকুয়া থানার ওসি মো. ফরহাদ আলী, হাসপাতালের ডাক্তার নার্সসহ বিভিন্নস্তরের কর্মকর্তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।