২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ     ●  কক্সবাজারে ছাত্রলীগের ৫ লক্ষ গাছ লাগনোর উদ্যোগ   ●  মহেশখালীতে সাংসদের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অভিযোগ    ●  জেএস‌আরের বিরুদ্ধে উঠা সকল অভিযোগ কে অপপ্রচার বলে দাবি সভাপতি জসিমের   ●  ‘দশ হাজার ইয়াবা গায়েব, আটক  সিএনজি জিডিমূলে জব্দ

যে ৭টি কারণে আপনার প্রেম বা দাম্পত্য কখনোই সুখের হবে না

ভালবাসা আর দাম্পত্য নিয়ে হরেক রকম ফ্যান্টাসি কমবেশি সকলের মাঝেই কাজ করে। কিন্তু সত্য এটাই যে জীবন কোন সিনেমা নয়, এখানে সব কষ্ট আপনা-আপনি মিটে যায় না। আজকাল প্রেমে ব্রেক আপ বা বিয়েতে ডিভোর্স নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সম্পর্ক ভাঙলে কষ্ট সকলেই পাচ্ছেন, কিন্তু কখনো কি ভেবেছেন সম্পর্ক ভাঙার পেছনে কারণটি কী? নিজের অজান্তেই প্রেম কিংবা বিয়ের সম্পর্কে বেদনা আমরা নিজেই ডেকে আনি। নিজেই বুঝতে পারি না যে রোজই এমন কিছু কাজ করছি যা তিল তিল করে দূরে সরিয়ে নিচ্ছে প্রিয় মানুষটিকে। জেনে নিন এমন ৭টি ভুল কাজের কথা, যেগুলো অনেকেই করেন এবং যা করতে থাকলে আপনার ভালোবাসার সম্পর্কটি কখনোই সুখের হবে না।

১) মস্তিষ্ক থেকে নয়, সম্পর্ক হওয়া চাই মন থেকে। আপনি যদি বিশাল লম্বা লিস্ট বানিয়ে ফেলেন যে প্রিয় মানুষটির অনেক রূপ, অর্থ, সামাজিক স্ট্যাটাস ইত্যাদি থাকতে হবে; তাহলে আসলে জীবনভর একলাই থেকে যাবেন আপনি। নিজের সঙ্গীর কাছ থেকে অতিরিক্ত কিছু প্রত্যাশা করতে থাকলে, তাঁকে আপনার ইচ্ছা পূরণের মেশিনে মনে করলে সম্পর্কে সুখ কখনোই আসবে না। একদিন তিনি আপনার এই রূপ বুঝে ফেলবেন ও ছেড়ে চলে যাবেন আপনাকে।

২) ভালোবাসায় কেউ ছোট, কেউ বড় নয়। আপনি যদি সঙ্গীকে সারাক্ষণ নিজের চাইতে নিচু প্রমাণ করতে চান, ছোট ছোট বিষয়ে তাঁর সমালোচনা করেন, অন্যদের সাথে তাঁকে তুলনা করে অপমান করতে থাকেন; তাহলে সেই সম্পর্ক কখনোই সুখের হবে না।

৩) সম্পর্কে যদি প্রতিযোগিতা থাকে, পরস্পরের উন্নতিতে যদি ঈর্ষা দেখা দেয় নিজেদের মাঝেই; তাহলে সম্পর্কে সুখের হবার সম্ভাবনা থাকে না। ঈর্ষা ক্রমশ বাড়ায় দূরত্ব, কমায় ভালোবাসা।

৪) আপনি মনে করেন সম্পর্কে সততা জরুরী নয়? আপনি কি মনে করেন একটি প্রেম বা বিয়ের সম্পর্কে জড়িত থাকার পরও অন্যদের সাথে একটু-আধটু অন্তরঙ্গ মেলামেশা করাই যায়। জেনে রাখুন, এই অভ্যাস থাকলে জীবনে একটি সুন্দর ও ভালোবাসায় ভরা সম্পর্ক কখনোই পাবেন না। আজ যে মানুষটি আপনাকে মনপ্রাণ দিয়ে ভালবাসছেন, আসল রূপ জানার পর তিনিই আপনাকে ঘৃণা করবেন।

৫) সম্পর্কে যখন অযথাই দোষারোপ করার বিষয়টি চলে আসে, তখন আর সেই সম্পর্কে ভালোবাসা অবশিষ্ট থাকে না। অযথা দূরে থাকুক, এমনকি কারণ থাকলেও দোষারোপ না করে বুঝিয়ে বলতে হবে।

৬) মানসিক পরিপক্কতা আসার আগেই, একটি সম্পর্কের জন্য নিজে প্রস্তুত হবার আগেই সম্পর্কে জড়িয়ে গেলে সেটার পরিনাম কখনো ভালো হয় না। কেবল শারীরিক আকর্ষণ বা সৌন্দর্যের কারণে সম্পর্কে জড়ানোর ফলাফল হয় আরও মারাত্মক। এমন সম্পর্কে কেউ সুখী হতে পারেন না।

৭) সম্পর্কে কেউ কারো বস নয়। একজন যখন আরেকজনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তখন সেই সম্পর্ক নষ্ট হতে বাধ্য।

সূত্র-
লাইফ হ্যাক ও সাইকোলজিটুডে-তে প্রকাশিত প্রবন্ধের মুল ভাব অবলম্বনে

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।