১৯ অক্টোবর, ২০২৫ | ৩ কার্তিক, ১৪৩২ | ২৬ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

যেসব দেশে নতুন করোনা রোগী নেই

সারাবিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আক্রান্তের দিক দিয়ে প্রতিদিন একেকটি দেশ নতুন নতুন রেকর্ড গড়ছে। ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৬৬ হাজার ১শ’ ১১ জন। আর আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৮ হাজার ২শ’ ৮৫ জনের।

এদিকে ভিয়েতনাম, নিউজিল্যান্ডের মতো কয়েকটি দেশে আবার টানা কয়েক সপ্তাহ ধরে নতুন রোগী নেই। করোনাভাইরাস নিয়ন্ত্রণে ‘সবচেয়ে সফল’ দেশ ভিয়েতনামে টানা ১৮ দিন স্থানীয় কেউ আক্রান্ত হননি। তবে সেদেশে থাকা বিদেশি কিংবা অন্য দেশ থেকে ফেরা কয়েক জনের আক্রান্ত হওয়ার খবর মাঝেমাঝে পাওয়া যাচ্ছে।

ভিয়েতনামের ‘ন্যাশনাল স্টেরিং কমিটি ফর কভিড-১৯ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’ জানিয়েছে, সর্বশেষ এক ব্রিটিশ নাগরিককে আক্রান্ত অবস্থায় পাওয়া যাওয়ায় সেখানে মোট ২৭১ জন এই রোগে পজিটিভ হলেন। তার মধ্যে ২১৯ জনই সেরে উঠেছেন। কোনও মৃত্যু নেই।

সোমবার (৪ মে) স্থানীয় রোগী পাওয়া যায়নি নিউজিল্যান্ডেও। সেই মার্চের মাঝামাঝি সময়ের পর থেকে দেশটিতে এই প্রথম স্থানীয় রোগী শূন্যে নামল। কভিড-১৯ রোগে কোনো মৃত্যুও গত ২৪ ঘণ্টায় দেশটিতে হয়নি।

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনা রোগী পাওয়া গেছে মোট ১ হাজার ১৩৭ জন। মারা গেছেন ২০ জন। জীবিতরা অধিকাংশ এখন সুস্থ।

চীন জানিয়েছে স্থানীয় রোগী নেই তাদের দেশেও। তবে অন্য দেশ থেকে ফেরা কিংবা বিদেশিদের মধ্যে তিন জন আক্রান্ত হয়েছেন।

গত ডিসেম্বরে এই চীন থেকেই ভাইরাসটি প্রথম মানুষের শরীরে আসে। দেশটির হেলথ কমিশনের দাবি অনুযায়ী, সেখানে এখন পর্যন্ত ৮২ হাজার ৮৮০ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। আগের হিসাব অনুযায়ী মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন, যাদের অধিকাংশ উহানের।

দক্ষিণ কোরিয়াও দারুণভাবে করোনা নিয়ন্ত্রণে রেখেছে। তাদের দেশে গত ২৪ ঘণ্টায় যে ১২ জন আক্রান্ত হয়েছেন সবাই বিদেশি অথবা বিদেশ থেকে ফিরেছেন। দক্ষিণ কোরিয়ায় এই নিয়ে টানা ১৭ দিন নতুন রোগী ‘নিয়ন্ত্রণে’। সর্বশেষ দু’জনের মৃত্যুর মধ্য দিয়ে এখন মোট সংখ্যা ২৫২। মোট আক্রান্ত ১০ হাজার ৮০১। ৯ হাজার ২১৭ জনই সুস্থ।

ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়ায় রোগটি নিয়ন্ত্রণে থাকলেও যুক্তরাষ্ট্রে মৃত্যু ফের দুই হাজার ছাড়িয়ে গেছে। রাশিয়া একদিনেই দেখেছে ১০ হাজারের বেশি নতুন রোগী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।