১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

যেমন খুশি তেমন সাজবেন সজল-মিথিলা-উর্মিলা

এবারই প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় তিন মুখ সজল, মিথিলা ও উর্মিলা। এই তিন তারকা অভিনয় করছেন জনপ্রিয় নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির নির্দেশনায়। শনিবার থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে।

নাটকের নাম ‘যেমন খুশি তেমন সাজো’। নাটকটিতে উর্মিলার স্বামীর চরিত্রে অভিনয় করছেন সজল। তাদের মাঝেই এন্ট্রি নেবেন মিথিলা। এরপর জমে উঠবে গল্প- বলছিলেন নির্মাতা ফাহমি।

এ প্রসঙ্গে উর্মিলা বলেন, সজল ভাইয়ের সঙ্গে জুটি হয়ে অনেক নাটকে অভিনয় করেছি। কিন্তু নির্মাতা হিসেবে ফাহমি ভাইয়ের বেশ সুখ্যাতি রয়েছে। তারই নির্দেশনায় এখন পর্যন্ত কোনো নাটকে অভিনয় করিনি। আজ সেই অপূর্ণ কাজটিই হল।

তিনি বলেন, নাটকটির গল্প বেশ চমৎকার। রোমান্টিক-পারিবারিক ধাঁচের গল্প। আমার কাছে দারুণ লেগেছে কাজটি। আশা করছি দর্শক উপভোগ করবেন।

নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি বলেছেন, ‘যেমন খুশি তেমন সাজো’ নাটকটি ঈদকে সামনে রেখে নির্মাণ করছি। এটি হবে ঈদের অন্যতম একটি প্রডাকশন। নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।