২৭ ডিসেম্বর, ২০২৫ | ১২ পৌষ, ১৪৩২ | ৬ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা

যুদ্ধাপরাধে আমৃত্যু দণ্ডিত ইউসুফ আলীর মৃত্যু

hবৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয় বলে তার ছেলে এসএম মোসাদ্দেক আলী মোহন জানান।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামালপুরে মুক্তিযুদ্ধের সংগঠক নুরুল আমীনকে অপহরণ করে হত্যায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছর ১৮ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব‌্যুনালে ইউসুফ আলীর আমৃত্যু কারাদণ্ডের রায় আসে।

একই মামলার আসামি মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারীকে মৃত‌্যুদণ্ড এবং অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে ‘বদর ভাই’, ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, মো. আবুল হাশেম ও হারুনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

এ মামলার আট আসামির মধ‌্যে কেবল শামসুল ও ইউসুফ কারাগারে ছিলেন। রায়ের বিরুদ্ধে তাদের আপিল সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় থাকা অবস্থায় ৮৫ বছর বয়সী ইউসুফের মৃত‌্যু হল।

ইউসুফকে রাখা হয়েছিল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলে জ‌্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির জানান।

বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে ইউসুফকে কারা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত‌্যু হয় বলে জানান জাহাঙ্গীর।

জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইউসুফ আলী একাত্তরে জামায়াতের রাজনীতিতে যুক্ত ছিলেন। জামালপুর শহরের মধুপুর রোডের জিগাতলা এলাকায় তার বাড়ি।

জামায়াতের মনোনয়নে ১৯৭০ সালে এমএনএ নির্বাচন করে পরাজিত হন ইউসুফ। মুক্তিযুদ্ধের সময় তিনি রাজাকার বাহিনীতে যোগ দেন এবং যুদ্ধাপরাধ ঘটনা বলে আদালতের বিচারে উঠে এসেছে।

যুদ্ধাপরাধের মামলায় ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ২০১৫ সালের ৩ মার্চ জামালপুর শহরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেইট থেকে পুলিশ ইউসুফকে গ্রেপ্তার করে। তারপর থেকে তিনি কারাগারেই ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।