১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২ | ২২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

যুগান্তরের সাংবাদিক জসিমের বিরুদ্ধে করা আলোচিত মামলাটি খারিজ

নিজস্ব প্রতিবেদক:
সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের বিরুদ্ধে করা আলোচিত ৫০ কোটি টাকার মানহানি মামলাটি খারিজ করে দিয়েছে আদালত।
বুধবার (২৯ মে) চীফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব মামলাটি খারিজ করে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিক জসিম উদ্দিনের আইনজীবী এডভোকেট মোর্শেদুজ্জামান।
জমি দখলের সংবাদের জেরে গত বছরের ১৬ আগস্ট ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। একই ঘটনায় কক্সবাজারে পৃথক ৫০০ কোটি টাকার আরেকটি মানহানি  মামলা করলেও শেষ পর্যন্ত সেটি প্রত্যাহার করে নেন বাদী একরামুল হুদা।
গত বছরের ১০ আগস্ট ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুর কাণ্ড : কক্সবাজারে শত কোটি টাকার জমি দখল’ শিরোনামে দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন পত্রিকায় ছাপা হয়। ওইসময় কক্সবাজারে ৭১ ইউনিয়নের মধ্যে ৬০ ইউনিয়ন বন্যাদুর্গত ও (শোকের মাস) আগস্ট হওয়ার কারনে সংবাদটি দেশব্যাপী আলোচনার জন্ম দেন। এমন কি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও তদন্ত করা হয়।
স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু মামলাটির আরজিতে কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনকে এক নম্বর এবং যুগান্তর সম্পাদক সাইফুল আলমকে দুই নম্বর আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সাইফুল আলমকে বাদ দিয়ে জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী।
এ বিষয়ে সাংবাদিক জসিম উদ্দিন বলেন,শতভাগ সত্য নিউজ করার পরও আমার নামে হয়রানিমূলক মামলাটি করা হয়। তিনি বলেন,আদালত কর্তৃক সমন জারির পর আমি জামিন নিয়েছি এবং নিয়মিত আদালতে হাজির ছিলাম। কিন্তুু মামলার বাদী স্বেচ্ছাসেবক লীগ নেতা আফজালুর রহমান বাবু  নিজেও হাজির হননি এবং আইনজীবীদের মাধ্যমে অভিযোগও প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন।
কিন্তু বার বার আদালতে সময়ের আবেদন করে সময় ক্ষেপণ করেছেন। এক পর্যায়ে আমার আইনজীবীএডভোকেট মোর্শেদুজ্জামান আদালতে হয়রানিমূলক মামলাটি খারিজ এর আবেদন করেন। আদালত তাদেরকে দুই দফায় আরও দুই মাসের সময় দেন। এরপরও তারা মামলাটির পক্ষে কোন ধরনের কাগজপত্র দাখিল করতে না পারায় আদালত মামটি খারিজ করে দেন। বিষয়টিকে সত্যের জয় হিসেবে দেখছেন সাংবাদিক জসিম উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।