১৯ অক্টোবর, ২০২৫ | ৩ কার্তিক, ১৪৩২ | ২৬ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছড়ালো

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছড়ালো।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১ টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

যুক্তরাষ্ট্রে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর দেশটিতে মৃত্যু ও আক্রান্তের হার ক্রমেই বেড়ে চলেছে। এখন পর্যন্ত সারাবিশ্বে করোনায় মারা গেছের ১ লাখ ৯৫ হাজার ১১১ জন। এছাড়া শনাক্ত হয়েছেন ২৭ লাখ ৯৯ হাজার ৭৭৯ জন। এরমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেই শনাক্ত হয়েছেন ৯ লাখ ৩ হাজার ২৯৮ জন। সেখানে কোভিড-১৯ ভাইরাসে মৃতের এ সংখ্যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি। দেশটিতে মোট মৃত্যু ৫০ হাজার ৯৫৪ জনে দাঁড়াল।

দেশটির উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, দেশজুড়ে পরীক্ষার সক্ষমতায় অপর্যাপ্ততা রয়ে গেছে। নমুনা সংগ্রহের জন্য সোয়াবসহ বিভিন্ন উপকরণেরও কমতি রয়েছে। এছাড়া কীভাবে লোকজন আক্রান্ত হচ্ছেন, তা খুঁজে বের করতে যথেষ্ট কর্মীরও অভাব রয়েছে।

তবে সারি সারি এই মৃত্যুর মিছিলেও বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশটিতে বেকারত্বের হার বাড়ছে। কাজেই করোনাভাইরাসের দরুন মারাত্মক অর্থনৈতিক খেসারত দিতে হবে যুক্তরাষ্ট্রকে।

উল্লেখ্য গত বছরে চীনের উহান থেকে ছড়িয়ে ভাইরাসটি এখন পর্যন্ত ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছ পড়েছে। ভাইরাসটির এখন পর্যন্ত কোনো প্রতিষেধক বের না হওয়াই আরও প্রাণহানি ঘটতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।