
ঘূর্ণিঝড়ে ‘মোরা’র প্রভাবে উখিয়ার পার্শবর্তী ঘুমধুম ইউনিয়নের ৯ওয়ার্ডের প্রায় ২২শতাধিক পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তৎমধ্যে ৪শতাধিক পরিবারের বসতবাড়ী সম্পূর্ণ বিধ্বস্থ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দপুরে রেজু বরইতলি ৯নং ওয়ার্ড থেকে শুরু করে তুমব্রু ১নং ওয়ার্ড পর্যন্ত ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসন। রেজু ৮নং ওয়ার্ডের ফাত্রাঝিরি বিজিবি ক্যাম্প সংলগ্ন বিশিষ্ট্য সমাজসেবক হায়দার আলীর প্রতিষ্টিত এতিমখানা ও জামে মসজিদের বিধ্বস্থ ঘরটি দেখে তাৎক্ষণিক ১টন চাউলের বরাদ্দের ঘোষনা দেন জেলা প্রশাসক। ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন মোরা’য় আক্রান্ত বিভিন্ন এলাকা ঘুরে বিকেলে ঘুমধুম ইউনিয়ন পরিষদের এক মতবিনিময় সভায় মিলিত হন। ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজের সভাপতিত্বে এবং পরিষদের সচিব এরশাদুল হকের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সরওয়ার কামাল, ও নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক মাঈন উদ্দিন খালেদ, ঘুমধুম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দীপক বড়–য়া প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপেন্দ্র লাল কারবারী, মহিলা সদস্যা চিংমে চাকমা, খালেদা বেগম, ইউপি সদস্য সুব্রত বড়ুয়া, ক্যামরাউ মেম্বার, বাবুল কান্তি চাকমা, শাহ আলম, আব্দুল করিম, কামাল উদ্দিন ও আব্দুল গফুর, মাষ্টার জহির আহমদ, মাষ্টার হামিদুল হক, সিরাজুল হক, ঝুলন বড়–য়া, মাষ্টার শফিউল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড় মোরায় আক্রান্ত পরিবার গুলোকে দ্রুত সময়ের মধ্যে তালিকা প্রণয়ন করে সাহায্যের ব্যবস্থা করা হবে। আজ শুক্রবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং এমপি ঘুমধুমে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করবেন বলে তিনি জানান।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।