৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

মেসিকে বাদ দিলেন কাকা!

লিওনেল মেসি ও কাকা

ল মাদ্রিদের মতো ক্লাবের হয়ে খেলেছেন। খেয়োয়াড়ি জীবনে যাদের সঙ্গে খেলেছেন কিংবা যাদের বিপক্ষে খেলেছেন এমন এগারজনকে নিয়ে স্বপ্নের একাদশ সাজিয়েছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাকা।
বার্সার আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি যে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার এতে কোনো সন্দেহ থাকার কথা নয়। অথচ চারবারের বিশ্বসেরা ফুটবলারকেই স্বপ্নের একাদশে রাখেননি কাকা। মেসির বদলে বেছে নিয়েছেন স্বদেশী রোনালদিনহোকে।

কাকার ড্রিম টিমের এগারজনের মধ্যে পাঁচজনই ব্রাজিলিয়ান। গোলরক্ষক হিসেবে রয়েছেন ব্রাজিলিয়ান গোলকিপার দিদা। তার সঙ্গে জাতীয় দল ও ক্লাব পর্যায়ে এসি মিলানের হয়ে খেলেছিলেন কাকা।

ডিফেন্স সামলানোর দায়িত্বে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, দুই ইতালিয়ান তারকা পাওলো মালদিনি ও আলেসান্দ্রো নেস্তা। আর লেফট ব্যাকে থাকবেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস।

মিডফিল্ডের তিনজনও বিশ্বের সেরা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম। বাম প্রান্তে জিনেদিন জিদান ও ডান প্রান্তে আছেন স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। আর ‍সেন্ট্রাল মিডফিল্ডারের দায়িত্বে থাকবেন ইতালিয়ান কিংবদন্তি আন্দ্রেয়া ফিরলো।

আক্রমণভাগের তিনজনের মধ্যে দু’জনই ব্রাজিলিয়ান। রোনালদো ও রোনালদিনহোর পাশাপাশি রয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। সতীর্থ হিসেবে তিনজনের সঙ্গেই ফুটবল ক্যারিয়ার পার করেছিলেন কাকা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।