২০ আগস্ট, ২০২৫ | ৫ ভাদ্র, ১৪৩২ | ২৫ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

মেয়র মাবু ও পৌর আ.লীগ সভাপতি নজিবুল ইসলামের মন্ডপ পরিদর্শন

প্রেস বিজ্ঞপ্তি;

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহা নবমীতে কক্সবাজার পৌরসভার অন্তর্ভুক্ত প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন এবং জনসাধারণের সাথে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী ও কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি, কক্সবাজার ০৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জননেতা মোহাম্মদ নজিবুল ইসলাম।

পরিদর্শনকালে মেয়র মাহবুবুর রহমান বলেন,
“সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবেই যার যার ধর্ম পালন করতে কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক অশুভ শক্তির অপতৎপরতা সম্প্রীতির এ বাংলাদেশে সহ্য করা হবে না।”

আর জননেতা মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন,”সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির ঐতিহ্য। সব ধর্ম ও বর্ণের মানুষের এমন সহাবস্থান পৃথিবীতে বিরল।আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্য সম্প্রীতির এই বন্ধনকে অটুট রেখে বাংলাদেশকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।”

পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আক্তার কামাল, আমিনুল ইসলাম মুকুল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, ডাক্তার পরিমল কান্তি দাস, যুগ্ন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিয়া উল্লাহ চৌধুরী, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু আহমদ, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, ১০নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন, পৌর আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন, ফয়সল হুদা, সোহেল রানা, সাগর পাল, এডভোকেট জহিরুল ইসলাম, জাকারিয়া খন্দকার, আক্তার হোসাইন, হেলাল উদ্দিন সিকদার, আবুল কালাম, কাসেম আবেদীন, নুরুল ইসলাম বাদশা, সৈয়দ নুর, আনোয়ার হোসাইন, এম মনছুর আলম, রাজেনুল ইসলাম শিপু, আবদুল মালেক, জহিরুল ইসলাম, ইয়াছিন আরাফাত, মোঃ শরীফ, নাফিস ইকবাল, প্রকৌশলী অন্তিক চক্রবর্তী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।