৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

মৃত্যুসংবাদ শুনলে ফেসবুকে কী প্রতিক্রিয়া দেখাবেন?

বন্ধু বা সহকর্মী কারও প্রিয়জন হারানোর খবর শুনলে বা আপনার কাছের কারও মৃত্যুসংবাদ শুনলে তাৎক্ষণিকভাবে কী করবেন বুঝে উঠতে পারেন না। কেউ সমবেদনা জানাতে গিয়ে এমন কোনো কথা বলে ফেলেন, যা হিতে বিপরীত হয়। বিশেষ করে ফেসবুকে কারও মৃত্যুসংবাদ শুনলে কী প্রতিক্রিয়া দেখাবেন, সেটা আপনাকেই ঠিক করতে হবে।

দ্রুত কোনো সমবেদনা লিখবেন না
মৃত্যুসংবাদ শোনামাত্রই তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য বা সমবেদনা জানাবেন না। যাকে লিখছেন, তিনি কোন পরিস্থিতে আছেন, তা তো আপনার জানা নেই। শুধু তা-ই নয়, এমনও হতে পারে, আপনার কাছ থেকেই প্রথম শুনছেন খবরটা। শোক সামলানোর জন্য কিছুটা সময় দিয়ে এরপর সমবেদনা জানানো উচিত।

পরিবার থেকেই আগে জানানো
অনেক সময় কোনো শোক সংবাদ জানামাত্রই তা জানিয়ে দেওয়া কাজের কথা নয়। প্রথমে দেখবেন পরিবারের কেউ জানাল কি না। তারপর সেই খবর শেয়ার করতে পারেন। সেখানে সমবেদনা জানাতে পারেন।

অতিরিক্ত আবেগ না দেখানো
হয়তো যে মানুষটি মারা গেছেন, আপনি তার খুব কাছের। কিন্তু তাঁকে নিয়ে অতিরিক্ত আবেগ প্রকাশ পায়, কখনো এমন কথা লিখবেন না। হয়তো অযথা বিতর্ক তৈরি হতে পারে। যে আপনার কাছের, সে কাছেই থাকুক।

গোপন তথ্য না জানানো
যে ব্যক্তি মারা গেছেন, তাঁর সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক হয়তো খুব ভালো ছিল। আপনি তাঁর কত কাছের, সেটা প্রমাণ করার জন্য ইনবক্সে আপনার সঙ্গে তাঁর কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করা ঠিক নয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।