৪ সেপ্টেম্বর, ২০২৫ | ২০ ভাদ্র, ১৪৩২ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

মৃত্যুসংবাদ শুনলে ফেসবুকে কী প্রতিক্রিয়া দেখাবেন?

বন্ধু বা সহকর্মী কারও প্রিয়জন হারানোর খবর শুনলে বা আপনার কাছের কারও মৃত্যুসংবাদ শুনলে তাৎক্ষণিকভাবে কী করবেন বুঝে উঠতে পারেন না। কেউ সমবেদনা জানাতে গিয়ে এমন কোনো কথা বলে ফেলেন, যা হিতে বিপরীত হয়। বিশেষ করে ফেসবুকে কারও মৃত্যুসংবাদ শুনলে কী প্রতিক্রিয়া দেখাবেন, সেটা আপনাকেই ঠিক করতে হবে।

দ্রুত কোনো সমবেদনা লিখবেন না
মৃত্যুসংবাদ শোনামাত্রই তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য বা সমবেদনা জানাবেন না। যাকে লিখছেন, তিনি কোন পরিস্থিতে আছেন, তা তো আপনার জানা নেই। শুধু তা-ই নয়, এমনও হতে পারে, আপনার কাছ থেকেই প্রথম শুনছেন খবরটা। শোক সামলানোর জন্য কিছুটা সময় দিয়ে এরপর সমবেদনা জানানো উচিত।

পরিবার থেকেই আগে জানানো
অনেক সময় কোনো শোক সংবাদ জানামাত্রই তা জানিয়ে দেওয়া কাজের কথা নয়। প্রথমে দেখবেন পরিবারের কেউ জানাল কি না। তারপর সেই খবর শেয়ার করতে পারেন। সেখানে সমবেদনা জানাতে পারেন।

অতিরিক্ত আবেগ না দেখানো
হয়তো যে মানুষটি মারা গেছেন, আপনি তার খুব কাছের। কিন্তু তাঁকে নিয়ে অতিরিক্ত আবেগ প্রকাশ পায়, কখনো এমন কথা লিখবেন না। হয়তো অযথা বিতর্ক তৈরি হতে পারে। যে আপনার কাছের, সে কাছেই থাকুক।

গোপন তথ্য না জানানো
যে ব্যক্তি মারা গেছেন, তাঁর সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক হয়তো খুব ভালো ছিল। আপনি তাঁর কত কাছের, সেটা প্রমাণ করার জন্য ইনবক্সে আপনার সঙ্গে তাঁর কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করা ঠিক নয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।