১৯ অক্টোবর, ২০২৫ | ৩ কার্তিক, ১৪৩২ | ২৬ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

মৃত্যুসংবাদ শুনলে ফেসবুকে কী প্রতিক্রিয়া দেখাবেন?

বন্ধু বা সহকর্মী কারও প্রিয়জন হারানোর খবর শুনলে বা আপনার কাছের কারও মৃত্যুসংবাদ শুনলে তাৎক্ষণিকভাবে কী করবেন বুঝে উঠতে পারেন না। কেউ সমবেদনা জানাতে গিয়ে এমন কোনো কথা বলে ফেলেন, যা হিতে বিপরীত হয়। বিশেষ করে ফেসবুকে কারও মৃত্যুসংবাদ শুনলে কী প্রতিক্রিয়া দেখাবেন, সেটা আপনাকেই ঠিক করতে হবে।

দ্রুত কোনো সমবেদনা লিখবেন না
মৃত্যুসংবাদ শোনামাত্রই তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য বা সমবেদনা জানাবেন না। যাকে লিখছেন, তিনি কোন পরিস্থিতে আছেন, তা তো আপনার জানা নেই। শুধু তা-ই নয়, এমনও হতে পারে, আপনার কাছ থেকেই প্রথম শুনছেন খবরটা। শোক সামলানোর জন্য কিছুটা সময় দিয়ে এরপর সমবেদনা জানানো উচিত।

পরিবার থেকেই আগে জানানো
অনেক সময় কোনো শোক সংবাদ জানামাত্রই তা জানিয়ে দেওয়া কাজের কথা নয়। প্রথমে দেখবেন পরিবারের কেউ জানাল কি না। তারপর সেই খবর শেয়ার করতে পারেন। সেখানে সমবেদনা জানাতে পারেন।

অতিরিক্ত আবেগ না দেখানো
হয়তো যে মানুষটি মারা গেছেন, আপনি তার খুব কাছের। কিন্তু তাঁকে নিয়ে অতিরিক্ত আবেগ প্রকাশ পায়, কখনো এমন কথা লিখবেন না। হয়তো অযথা বিতর্ক তৈরি হতে পারে। যে আপনার কাছের, সে কাছেই থাকুক।

গোপন তথ্য না জানানো
যে ব্যক্তি মারা গেছেন, তাঁর সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক হয়তো খুব ভালো ছিল। আপনি তাঁর কত কাছের, সেটা প্রমাণ করার জন্য ইনবক্সে আপনার সঙ্গে তাঁর কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করা ঠিক নয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।