২৭ ডিসেম্বর, ২০২৫ | ১২ পৌষ, ১৪৩২ | ৬ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা

মিয়ানমার যাওয়া হয়নি বিজিবি প্রতিনিধি দলের

Coxs-BGB-update-News.

 বঙ্গোপসাগরের মিয়ানমার জলসীমায় উদ্ধার ২০৮ অভিবাসীকে চিহ্নিত করতে মিয়ানমারের মংডুতে যাওয়া হয়নি বিজিবি প্রতিনিধি দলের। সে দেশের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও অভিবাসন কর্তৃপক্ষের ‘সবুজ সঙ্কেত’ এবং উদ্ধারদের সঠিক নাম-ঠিকানা না পাওয়ায় বিজিবির এ যাত্রা আপাতত স্থগিত হয়ে যায়।

বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খালেকুজ্জামান  জানান, শুক্রবার উদ্ধার ২০৮ অভিবাসীর অধিকাংশ বাংলাদেশী বলে দাবি করে মিয়ানমার। শনিবার মিয়ানমারের বিজিপির হাতে উদ্ধার হওয়া ২০০ অভিবাসীর নাম-ঠিকানা বিজিবির কাছে পাঠায়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশীদের চিহ্নিত করতে রবিবার সকালে বিজিবির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমারের মংডু যেতে রওনা হয়। তবে বিজিবি প্রতিনিধি দল টেকনাফ স্থলবন্দরের দমদমিয়া ঘাটে গিয়ে যাত্রা থামিয়ে দেয়।

তিনি আরও জানান, মিয়ানমার কর্তৃপক্ষ অভিবাসীদের নাম-ঠিকানা দিয়ে যে তালিকা পাঠিয়েছে তা অসম্পূর্ণ। এ ছাড়া মিয়ানমার থেকে বিজিবি প্রতিনিধি দল যাওয়ার ব্যাপারে ‘সবুজ সঙ্কেত’ দেওয়ার কথা থাকলেও এখনো দেয়নি। তাই এ যাত্রা আপাতত স্থগিত রয়েছে। যাচাই-বাছাই শেষে এবং মিয়ানমারের ‘সবুজ সঙ্কেত’ পেলে যে কোনো সময় মিয়ানমারের মংডুতে প্রতিনিধি দল যাবে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।