১৫ ডিসেম্বর, ২০২৫ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৩ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

মিয়ানমারে দুই বছর কারাভোগ শেষে ফিরেছেন ১২ বছরের ছেলে জুনায়েদসহ ২৪ জন 

রহমত উল্লাহ টেকনাফ:

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বিজিবির ব্যবস্থাপনায় দেশে ফিরেছে রাঙ্গামাটির ৮জন, বান্দরবানের ৩জন, টেকনাফের ১২জন এবং রাজশাহীর ১জনসহ ২৪জন নাগরিক।

২৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুর সোয়া ১টারদিকে টেকনাফ জেটিঘাটে ২বিজিবি ব্যাটালিয়ন আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়,সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের অভ্যন্তরে মন্ডু ১নং ট্রানজিট/এক্সজিট পয়েন্টে ৯সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দল ও ৭সদস্যবিশিষ্ট মিয়ানমার প্রতিনিধি দলের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) এবং মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪নং বর্ডার গার্ড মিয়ানমার পুলিশ ব্র্যাঞ্চের কমান্ডিং অফিসার পুলিশ লেঃ কর্ণেল জ লিং অং। প্রায় দুই ঘন্টাব্যাপী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মাদক চোরাচালান প্রতিরোধ, মানব পাচার দমন এবং সীমান্তে সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হাতে দমানোসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। এরপর মিয়ানমার কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগকারী রাঙ্গামাটি জেলার কাউখালী থানার ধুবুয়া লামারপাড়ার চাইরুই মারমার পুত্র পাইসেহ্লা, টুইকাহার ওরফে সানসুর পুত্র মং চিং মামরা, কুলার পাড়ার থৈইনু ওরফে থৈইনুর পুত্র থৈঅংরী মারমা, টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়ার মোঃ গিয়াস উদ্দিনের পুত্র জুনায়েদ, বান্দরবানের কুহালংয়ের ক্যচিং মং এর পুত্র চাই চাই প্রু মারমা, হ্নীলা দমদমিয়ার করিমুল্লাহর পুত্র রহমত উল্লা, শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার লাল মিয়ার পুত্র এনায়েত উল্লাহ, শাহপরীর দ্বীপের আবদুর শুক্কুর (মিজি) এর পুত্র মোহাম্মদ আয়েস, উত্তর পাড়ার মৃত জালাল আহমদের পুত্র সিরাজুল্লাহ, উলুবনিয়ার আব্দুল জলিলের পুত্র রুবেল, নাইক্ষ্যং পাড়ার মোহাম্মদ শরীফের পুত্র মোহাম্মদ উল্লাহ, বড়তলীর আমানুল্লাহের পুত্র মোহাম্মদ সলিম, বান্দরবানের কুহালংয়ের জহির আহমদের পুত্র মোহাম্মদ সাদেক, হোয়াইক্যং লম্বাবিলের মোঃ ইসমাঈলের পুত্র আব্দুল কাদের, একই গ্রামের জকির আহমদের পুত্র অলি আহমেদ, রাজশাহী পুটিয়া থানার মধুখালী গ্রামের দমদমিয়ার ইয়াসিনের পুত্র মোঃ সাবুর, হ্নীলা জাদিমোরার মোঃ হোসাইনের পুত্র ইমান হোসাইন, বান্দরবান কুহালংয়ের উথেইসেনের পুত্র পুকুয়েটসে, রাঙ্গামাটি জেলার কাউখালী থানার পূর্ব সোনাইছড়ির চাইথৈয়াইউ মারমার মেয়ে মিস অঞ্জনা মারমা, উচিংনু মারমার পুত্র আগ্রা মারমা, একই থানার পশ্চিম মোনাইপাড়ার থৈসামং মারমার পুত্র কংচিংউ মারমা, দুসরী পাড়ার উশোপ্রু মারমার পুত্র সাথোয়াইমং মারমা, পাওপাড়ার মংসা মারমার পুত্র থৈয়াইপ্রু অং মারমা এবং টেকনাফ আলী পাড়ার মৃত মীর আহমেদের পুত্র নুরুল আলমসহ ২৪জন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশ প্রতিনিধি দলের নিকট হস্তান্তর করেন।

ফেরত আসা সাজাভোগকারী নাগরিকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।