২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯ আশ্বিন, ১৪৩২ | ১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

মিঠাছড়ি চেয়ারম্যান ভূট্রোর নেতৃত্বে শ্রমিক নেতার উপর হামলা, প্রতিবাদে সিএনজি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ নিজ বাড়িতে সালিশ বৈঠকে ডেকে নিয়ে দুই শ্রমিকের হাত গুড়িয়ে দিয়েছে রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস ভুট্রো। শনিবার সকাল থেকে এর প্রতিবাদে ৫ টি শ্রমিক সংগঠনের ব্যানারে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। শুধু তাই নয়, এর প্রতিবাদে আজ বিকেলে প্রতিবাদ সভাও ডাক দিয়েছে শ্রমিক নেতারা। ওই প্রতিবাদ সভা থেকে কঠোর কর্মসূচীর ডাক আসার আশংকা প্রকাশ করা হচ্ছে।
আহত মরিচ্যা খুনিয়া পালং সিএনজি ফোর ষ্টোক,টমটম চালক সমিতির সভাপতি জাফর আলম জানান, সম্প্রতি সড়কে চলাচল অবস্থায় একটি মাইক্রোবাস ও সিএনজি দূর্ঘটনার ঘটনা ঘটে। এনিয়ে শুক্রবার সকালে মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস ভুট্রো তার বাড়িতে শালিস বৈঠকের আহবান করেন। তার আহবানে আমার নেতৃত্বে শ্রমিক নেতারা তার বাড়িতে উপস্থিত হলে অর্তকিত চেয়ারম্যান ভুট্রো আমাদের উপর হামলা চালায়। এতে জাফর আলম ও সিএনজি চালক ইউনুস গুরুত্ব আহত হয়।

এদিকে এরর প্রতিবাদে শনিবার সকাল থেকে মরিচ্যা, কোটবাজার, উখিয়া, রামু ও লিংকরোড এলাকার সিএনজি চলাচল বন্ধ রয়েছে। যার ফলে স্থানীয়দের দূর্ভোগ সৃষ্টি হয়েছে।

অপরদিকে এই ঘটনা নিয়ে শুক্রবার রাতেই উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।