৮ মে, ২০২৪ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট

‘মিছিল সমাবেশের নামে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়’- মেয়র মুজিবুর রহমান

প্রেস বিজ্ঞপ্তি:
মিছিল সমাবেশের নামে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের সাধারণ মানুষের মাঝে আতংক সৃষ্টি করতে চায়। তারা এদেশের মানুষের সুখ সহ্য করতে পারে না। তারা অতীতের মত দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে মরিয়া হয়ে মাঠে কাজ করছে।
বুধবার (২৪ আগস্ট) বিকেলে পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান এসব কথা বলেন।
মুজিবুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ এখন আগের মতন বোকা নয়। দেশে এখন অতীতের যেকোন সময়ের তুলনায় শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন অনেক সচেতন। মানুষ এখন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন কে সমর্থন দিচ্ছে। স্বাধীনতা বিরোধীরা যদি সাধারণ মানুষের জীবন জীবিকায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে এদেশের জনগণ কে সাথে নিয়ে তাদের কে রাজপথে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।
আওয়ামী লীগের শোকের মাস আগস্ট উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের মাসব্যাপী বিভিন্ন কর্মসুচীর  অংশ হিসেবে ২৫- ৩০ আগষ্টের অন্যান্য কর্মসুচী/অনুষ্ঠান সফল করার লক্ষ্যে পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের পরিচালনায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে সারাবিশ্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। আমাদের বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য শেখ হাসিনার সরকার রাতদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর অন্যদিকে বিরোধীদল এই সুযোগ কে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, এই দেশে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন কক্সবাজার পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।দেশ ও দলের যেকোন ক্রান্তিলগ্নে কক্সবাজার জেলায় সর্বপ্রথম কক্সবাজার পৌর আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিল আছে এবং থাকবে। যেকোন মূল্যে এই দেশের জনগণের বিরুদ্ধে করা বিরোধীদলের সকল ধরনের প্রতিবন্ধকতা রুখে দিতে আমরা প্রস্তুত আছি।
সভায় শোকের মাস উপলক্ষে পৌর আওয়ামী লীগের সকল আয়োজন সফল করতে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা আসিফ উল মওলা, সেলিম নেওয়াজ, ডাঃ পরিমল কান্তি দাস, নাজমুল হোসাইন নাজিম, গিয়াসউদ্দিন গিয়াস, মিজানুর রহমান, শুভ দত্ত বড়ুয়া, নাছির উদ্দীন, জেলা মৎস্যজীবি লীগের আহবায়ক মাস্টার আবদুর রহিম, সদস্য সচিব মোঃ তৈয়ব, জেলা শ্রমিক লীগ আহবায়ক শাহেদুল আলম রানা, জেলা মৎস্যজীবি লীগ যুগ্ন আহবায়ক মাহাবুব আলম, সদস্য এম আবু মুসা, পৌর মৎস্যজীবি লীগ সভাপতি ফোরকান আজাদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মন্জুর হাসান মন্জুর, পৌর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড সভাপতি আতিক উল্লাহ কোম্পানি, সাধারণ সম্পাদক ইয়াহীয়া খান, ২নং ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ, ৩নং ওয়ার্ড সভাপতি জানে আলম পুতু, সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সভাপতি আরমানুল আজিম, যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা, ৫নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক তাজউদ্দিন, ৬নং ওয়ার্ড সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ হাবিব, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন, ১০নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, ১১নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন, ১২নং ওয়ার্ড সভাপতি সাহেদ আলী, সাধারণ সম্পাদক মোর্শেদুল হক চৌধুরী, ১৩নং সাংগঠনিক ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস।
উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা জিয়া উল্লাহ চৌধুরী, আজিমুল হক আজিম, নুরুল ইসলাম বাদশা, ফয়সাল হুদা, সরোয়ার আলম, আবদুল সাত্তার, মোঃ হাসান, মীর কাসেম, সামসুল ইসলাম ইয়াসির, আজিজ উদ্দীন, মোঃ কাসেম আবেদীন, মোঃ জামাল হোসেন, মোঃ কালাম, সৈয়দ নুর, মোঃ ইলিয়াস, জিয়াউর রহমান, হেলাল উদ্দিন, আবদুল মোতালেব লালু, মিজান, আনোয়ার হোসাইনসহ আরও অনেকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।