৩১ আগস্ট, ২০২৫ | ১৬ ভাদ্র, ১৪৩২ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

মাশরাফির হাতে চিড় ধরা পড়েছে

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এর সঙ্গে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ শিবির। সীমিত ওভারে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতের আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে, ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মাশরাফিকে।

ঘটনা ইনিংসের ১৮ তম ওভারের। রোববার ওভাল বে মাঠে নিজের বলে নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের শট ফেরাতে গিয়ে ডানহাতের আঙুলে আঘাত পান মাশরাফি। সঙ্গে সঙ্গেই দলের ফিজিও মাঠে ঢোকেন। এরপর তার সঙ্গেই মাঠ ছাড়েন তিনি। এ সময় তার অসমাপ্ত ওভার শেষ করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এরপর ড্রেসিংরুমে বরফ লাগিয়ে প্রাথমিক চিকিৎসা নেন মাশরাফি। পরবর্তীতে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলার সময় হাতে ব্যান্ডেজ বেঁধে আসেন তিনি। সেখানে তার হাতের অবস্থা সম্পর্কে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আগে স্ক্যান করতে হবে। তারপর বোঝা যাবে আসলে কী অবস্থা।’

ম্যাচ শেষ হতেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ক্যান করার পর প্লাস্টার করে রাখা হয়েছে মাশরাফির হাত। পরবর্তীতে রিপোর্ট পাওয়া গেলে জানা যায়, চিড় ধরা পড়েছে তার হাতে।

এদিকে রঙিন পোশাকে এটাই ছিলো সফরের শেষ ম্যাচ। আগামী মার্চ মাসের আগে বাংলাদেশের সীমিত ওভারের আর কোনো খেলা নেই। ফলে নিজেকে ফিট করে তোলার জন্য লম্বা সময়ই পাচ্ছেন অধিনায়ক মাশরাফি।

এই ম্যাচে আঘাত পেয়েছেন ইমরুল কায়েসও। ১২তম ওভারে ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারি লাইনের পাশে থাকা বিজ্ঞাপনের এলইডি বোর্ডের ওপর গিয়ে পড়েন কায়েস। সেই বোর্ডের উপর থাকা চোখা মোটা স্ক্রুতে পিঠে ব্যাথা পেয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে তখনই মাঠ ছাড়েন কায়েস। তবে বিসিবির মিডিয়া ম্যানেজার জানান, গুরুতর নয় কায়েসের চোট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।