ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এর সঙ্গে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ শিবির। সীমিত ওভারে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতের আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে, ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মাশরাফিকে।
ঘটনা ইনিংসের ১৮ তম ওভারের। রোববার ওভাল বে মাঠে নিজের বলে নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের শট ফেরাতে গিয়ে ডানহাতের আঙুলে আঘাত পান মাশরাফি। সঙ্গে সঙ্গেই দলের ফিজিও মাঠে ঢোকেন। এরপর তার সঙ্গেই মাঠ ছাড়েন তিনি। এ সময় তার অসমাপ্ত ওভার শেষ করেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এরপর ড্রেসিংরুমে বরফ লাগিয়ে প্রাথমিক চিকিৎসা নেন মাশরাফি। পরবর্তীতে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলার সময় হাতে ব্যান্ডেজ বেঁধে আসেন তিনি। সেখানে তার হাতের অবস্থা সম্পর্কে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আগে স্ক্যান করতে হবে। তারপর বোঝা যাবে আসলে কী অবস্থা।’
ম্যাচ শেষ হতেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ক্যান করার পর প্লাস্টার করে রাখা হয়েছে মাশরাফির হাত। পরবর্তীতে রিপোর্ট পাওয়া গেলে জানা যায়, চিড় ধরা পড়েছে তার হাতে।
এদিকে রঙিন পোশাকে এটাই ছিলো সফরের শেষ ম্যাচ। আগামী মার্চ মাসের আগে বাংলাদেশের সীমিত ওভারের আর কোনো খেলা নেই। ফলে নিজেকে ফিট করে তোলার জন্য লম্বা সময়ই পাচ্ছেন অধিনায়ক মাশরাফি।
এই ম্যাচে আঘাত পেয়েছেন ইমরুল কায়েসও। ১২তম ওভারে ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারি লাইনের পাশে থাকা বিজ্ঞাপনের এলইডি বোর্ডের ওপর গিয়ে পড়েন কায়েস। সেই বোর্ডের উপর থাকা চোখা মোটা স্ক্রুতে পিঠে ব্যাথা পেয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে তখনই মাঠ ছাড়েন কায়েস। তবে বিসিবির মিডিয়া ম্যানেজার জানান, গুরুতর নয় কায়েসের চোট।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।