১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

মালয়েশিয়ায় ৭৬৭ বাংলাদেশি গ্রেপ্তার

031234malaysiaভিসা জালিয়াতিসহ নানা অভিযোগে মালয়েশিয়ায় ৭৬৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। গত রবিবার নেগারি সেমবিলান প্রদেশের পোর্ট ডিকসন জেলা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। সেখানে একটি নির্মাণ প্রকল্পে কাজ করছিল তারা। স্থানীয় ইমিগ্রেশন কর্মকর্তার বরাত দিয়ে মালয়েশিয়ার একাধিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।

নেগারি সেমবিলানের ইমিগ্রেশন বিভাগের পরিচালক হাপদজান হুসাইনি জানান, গত রবিবার ডিকসনের জিমপাহ এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় ৯৩৬ জন অবৈধ অভিবাসীকে। তাদের মধ্যে ৭৬৭ জন বাংলাদেশের নাগরিক। গ্রেপ্তারকৃতদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে বলেও জানান তিনি।

হুসাইনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮০ জন পাকিস্তানের নাগরিক। এ ছাড়া ভারতের ৫০ জন, ইন্দোনেশিয়ার ২২ জন, শ্রীলঙ্কার ১৩ জন ও মিয়ানমারের তিনজন রয়েছে। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের একেকজনের বিরুদ্ধে একেক ধরনের অভিযোগ রয়েছে। কেউ ভিসা জালিয়াতি করে মালয়েশিয়ায় প্রবেশ করেছে। কেউ কেউ আবার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে গিয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ার বিভিন্ন খাতে প্রায় ছয় লাখ বাংলাদেশি কাজ করে। তাদের মধ্যে যাদের চাকরি কিংবা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের চুক্তির মেয়াদ নবায়ন করতে গত ফেব্রুয়ারিতে আবেদন নেওয়া শুরু করে মালয়েশিয়া সরকার। কিন্তু তাতে খুব একটা সাড়া পায়নি কর্তৃপক্ষ। সূত্র : এনএসটি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।