৫ নভেম্বর, ২০২৫ | ২০ কার্তিক, ১৪৩২ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মালয়েশিয়ায় ৭৬৭ বাংলাদেশি গ্রেপ্তার

031234malaysiaভিসা জালিয়াতিসহ নানা অভিযোগে মালয়েশিয়ায় ৭৬৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। গত রবিবার নেগারি সেমবিলান প্রদেশের পোর্ট ডিকসন জেলা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। সেখানে একটি নির্মাণ প্রকল্পে কাজ করছিল তারা। স্থানীয় ইমিগ্রেশন কর্মকর্তার বরাত দিয়ে মালয়েশিয়ার একাধিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।

নেগারি সেমবিলানের ইমিগ্রেশন বিভাগের পরিচালক হাপদজান হুসাইনি জানান, গত রবিবার ডিকসনের জিমপাহ এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় ৯৩৬ জন অবৈধ অভিবাসীকে। তাদের মধ্যে ৭৬৭ জন বাংলাদেশের নাগরিক। গ্রেপ্তারকৃতদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে বলেও জানান তিনি।

হুসাইনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮০ জন পাকিস্তানের নাগরিক। এ ছাড়া ভারতের ৫০ জন, ইন্দোনেশিয়ার ২২ জন, শ্রীলঙ্কার ১৩ জন ও মিয়ানমারের তিনজন রয়েছে। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের একেকজনের বিরুদ্ধে একেক ধরনের অভিযোগ রয়েছে। কেউ ভিসা জালিয়াতি করে মালয়েশিয়ায় প্রবেশ করেছে। কেউ কেউ আবার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে গিয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ার বিভিন্ন খাতে প্রায় ছয় লাখ বাংলাদেশি কাজ করে। তাদের মধ্যে যাদের চাকরি কিংবা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের চুক্তির মেয়াদ নবায়ন করতে গত ফেব্রুয়ারিতে আবেদন নেওয়া শুরু করে মালয়েশিয়া সরকার। কিন্তু তাতে খুব একটা সাড়া পায়নি কর্তৃপক্ষ। সূত্র : এনএসটি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।