৭ মে, ২০২৫ | ২৪ বৈশাখ, ১৪৩২ | ৮ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

মামু সমাচার

সাধারণত: মায়ের ভাইকে মামা অর্থাৎ মামু বলে সম্বোধন করা হয়। অনেকে আবার হাতীকেও মামু বলে ডাকেন। এই মামু ডাকার পেছনে এক ধরনের ভয় কাজ করে, তাই স্থলভাগের বৃহদাকার জন্তু হাতীকে মামু বলে ভয়ের পরিবর্তে শান্তি পেতে চান অনেকেই। কিন্তু মায়ের ভাইও না আবার হাতীও না, বরং রকমারী ধান্ধার মাধ্যমে আর্থিক ও অন্যান্য সুবিধা হাতিয়ে নেওয়ার জন্য ‘মামু সমাচার’ চাুল হয়েছে কক্সবাজার সদরের ঈদগাঁওতে। বৃহত্তর ঈদগাঁও এলাকায় জমজমামাট ভাবে চলছে অভিনব এ মামু বানিজ্য। মানবপাচারকারী, মাদক ব্যবসায়ী, হুন্ডি ব্যবসায়ী, চোরাচালানী, বলি খেলার আয়োজক জোয়াড়ীচক্র ও জঙ্গি নেতাসহ অনৈতিক ব্যবসার মাধ্যমে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া নব্য পয়সাওয়ালাদের পাতানো মামু বানিয়ে চলছে চাঁদাবাজি ও ধান্ধাবাজীর মচ্ছব। এসব দু’নাম্বারী পয়সা ওলারা সাধারণত মানসিক ও নৈতিকভাবে একটু দূর্বল থাকেন। এ দূর্বলতাকে পুজি করে হুমকি-ধমকির মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা-পয়সা-দ্রব্যসামগ্রী ও অনুদান, যা প্রত্যক্ষ চাদাঁবাজির পর্যায়ে পড়ে। মা তথা নানা বাড়ির দুরতম কোন আত্মীয় না হলেও অবলীলায় ধান্ধাবাজদের মামা বনে যাচ্ছেন এসব পয়সাওয়ালারা, আর বাধ্য হচ্ছেন পাতানো ভাগিনাদের প্যাড সর্বস্ব সংগঠন ও প্রতিষ্ঠানকে অনুদান দিতে। জনসেবায় ব্যয় করার নাম করে নেওয়া এসব অনুদান আতœসেবায় খরচ হচ্ছে অহরহ। তাই এসব ধান্ধাবাজ পাতানো ভাগিনাদের উৎপাতে ‘ত্রাহি মধুসুধন’ অবস্থা চলছে মামুদের। আবদার-অনুরোধ-উপরোধ ও ক্ষেত্রবিশেষে চাপ প্রয়োগের মাধ্যমে চলছে চাঁদাবাজি। মাস দু’ এক আগে বিদেশ থেকে এসে প্যাডসর্বস্ব এরকম একটি প্রতিষ্ঠানে নগদ টাকা, কম্পিউটার প্রিন্টার ও স্ক্যানারসহ অন্যান্য দ্রব্যসামগ্রী অনুদান দেওয়ার পরেও চাহিদা আরো বেড়ে যাওয়ায় ভাগিনাদের উৎপাতে সম্প্রতি তড়িঘড়ি করে ব্যাক টু প্যাভিলিয়ন করে আবারো বিদেশে পালিয়ে বেঁচেছেন নব্যধনপতি ও একাধিক মামলার আসামী এক জঙ্গিমামু। এভাবে চলছে ধান্ধাবাজির মামু সমাচার। এসব যেন দেখার কেউ নাই!

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।