বিবিসিনিউজ২৪ এর সিএমপি স্পেশিয়াল করেসপন্ডেন্ট, কক্সবাজারের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল উখিয়াট্রিবিউন ডটকমের প্রতিষ্টাতা সম্পাদক এসডি রায়হানের ফেইজবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-
“একজন মানবিক পুলিশ অফিসার তাইয়ান : দায়িত্ব এবং মানবতার যুগলবন্দি
নিহাদ আদনান তাইয়ান, একজন প্রশাসনিক কর্মকর্তা।
বাংলাদেশ পুলিশে দায়িত্বে আছেন উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে।
কর্মক্ষেত্রে একজন চৌকষ ও দায়িত্ববান মানুষ ইতিমধ্যে অর্জনের খাতায় যোগ করেছেন
সাফল্যের স্বীকৃতি।
পৃথিবী জুড়ে মহামারির চলমান প্রকোপে যেমন পালন করে যাচ্ছেন সার্বক্ষণিক নিজের উপর অর্পিত পবিত্র দায়িত্ব,ঠিক তেমনিভাবে নিজের মধ্যে থাকা মানবিক বোধ জাগিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ পুলিশের ডাইনামিক অফিসার খ্যাত তাইয়ান।
লক্ষ করুন ছবিটা, হাতে ভালোবাসার উপহার নিয়ে ছুটছেন করোনার প্রভাবে মানবেতর জীবনযাপন করা মানুষের পাশে।
কজনই বা পারে! জীবনের জাগতিক বাস্তবতা কে সঙ্গ করেও মানবিকতার অসামান্য গুণ নিজের মাঝে ধারণ করতে?”
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।