৭ জুলাই, ২০২৫ | ২৩ আষাঢ়, ১৪৩২ | ১১ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

মাদক মানবপাচার ও ধর্মান্ধতার বিরুদ্ধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে : ইকবাল সোবহান চৌধুরী

DSC04706

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, মাদক, মানবপাচারকারি ও উগ্র ধর্মান্ধরা সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু ও গণতন্ত্রের শত্রু। এদের বিরুদ্ধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রোববার বিকাল ৩ টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সমাবেশে তিনি এ কথা বলেন। কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করছে। সাংবাদিকদের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে। কিন্তু কিছু সাংবাদিক ও মিডিয়া সংবাদপত্রের স্বাধীনতাকে অপব্যহার করছে। তারা বিশেষ উদ্যোশ্যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন- মত প্রকাশের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। যারা মিডিয়ার স্বাধীনতাকে অব্যবহার করছে তাদের জবাবদীহিতা করতে হবে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক নেতা ফজলুল কাদের চৌধুরী, প্রিয়তোষ পাল পিন্টু, তোফায়েল আহমদ, বিশ্বজিত সেন, মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল প্রমুখ।
সমাবেশে ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গণমাধ্যম বান্ধব। তিনি সাংবাদিকদের কল্যাণ বিবেচনা করে সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট গঠন করছেন। গত তিন বছর এ অনুদানের টাকা পেয়েছেন সারাদেশের সাংবাদিকরা। আজীবন তাঁরা এর সুফল ভোগ করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।