১২ নভেম্বর, ২০২৫ | ২৭ কার্তিক, ১৪৩২ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক

মহেশখালীতে বিধ্বস্ত বিমানের উদ্ধার চলছে : ঘটনাস্থলে এসেছেন বিমান বাহিনী প্রধান

বিশেষ প্রতিবেদক : মহেশখালীতে উড়ন্ত অবস্থায় সংঘর্ষে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুটির উদ্ধার তৎপরতা চলছে। বৃহস্পতিবার দুপুর থেকে দমকল বাহিনী, আনসার, পুলিশ ও বিমানবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছেন।
এদিকে বিমান বিধ্বস্ত স্থল পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্সাল আবু এসরার। বেলা দু’টার দিকে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তিনি মহেশখালী এসে চক্কর দিয়ে আকাশ থেকেই বিমান বিধ্বস্ত স্থল দেখেন। মহেশখালী উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করা হচ্ছে। বিমান বাহিনীর পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ দেয়া হবে।উল্লেখ্য, বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান মহড়াকালে মহেশখালী এলাকার আকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয়। বিমান দুটির বিধ্বস্তাংশ মহেশখালী পৌরসভার পুটিবিলা পালপাড়া ও উপজেলার ছোট মহেশখালীর মাইজপাড়া এলাকায় পড়ে আগুনে বেশকিছু অংশ ভস্মিভূত হয়েছে। পুটিবিলা অংশে ধ্বসে পড়া বিমানের বিধ্বস্তাংশের আঘাতে স্থানীয় আবদুস সাত্তারের বাড়ির চালের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানের একটি খন্ডাংশ তার বাড়ির ভেতরে পড়ে আঘাত পেয়ে আঁখি (১৫) ও ফয়সাল (১২) নামের দু’শিশু আহত হয়েছে। তারা আব্দুস সাত্তারের সন্তান।
দূর্ঘটনার এক ঘন্টার মাথায় দু’বিমানে থাকা চার পাইলট গ্রুপ ক্যাপ্টেন শরীফ, স্কয়াড লিডার মনির, উইং কমান্ডার আজিম ও উইং কমান্ডার রাজীবকে দ্বীপের পৃথক স্থান থেকে অক্ষতাবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
বিমান বাহিনী সূত্র জানায়, ওয়াইএকে-১৩০ প্রশিক্ষণ বিমান দু’টি সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম জহিরুল হক ঘাটি থেকে উড্ডয়ন করে। পৌনে ৭টার দিকে বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগ থেকে বিমান দু’টি রাডার থেকে বিচ্ছিন্ন ছিল।
উদ্ধার স্থল থেকে স্থানীয় শাহাবউদ্দিন জানান, বুধবার সন্ধ্যা বিকট শব্দে সংঘর্ষে বিমান দুটি বিধ্বস্ত হওয়ার পর থেকে পুটিবিলার পালপাড়া ও ছোট মহেশখালীর মাইজপাড়া এলাকায় উৎসুক লোকজন ছুটে আসে। বৃহস্পতিবার দুপুর থেকে উদ্ধার অভিযান শুরু হলে সেখানে আবারো সব বয়সী লোকজন ভীড় করছে।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, উদ্ধার তৎপরতা চলছে। ঘটনাস্থলে পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।