১১ ডিসেম্বর, ২০২৫ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৯ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মহেশখালীতে পুলিশ-ইয়াবা ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ, অস্ত্র ও ইয়াবাসহ আটক ১


কক্সবাজারের মহেশখালীতে ইয়াবার আস্তানায় অভিযান চালাতে গিয়ে পুলিশের সাথে ইয়াবা ব্যবসায়িদের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। গতকাল ২ এপ্রিল রাত সাড়ে ৯টায় মহেশখালী পৌরসভার পুটিবিলার দাসিমাঝি পাড়ায় এ ঘটনা ঘটে। এতে পুলিশের ২ জন সদস্য আহত হয়েছে । এসময় পুলিশ ১শত পিস ইয়াবা, ২টি দেশীয় তৈরী বন্দুক সহ শীর্ষ ইয়াবা বিক্রেতা মো: বাবুল মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে। সে উক্ত গ্রামের হামিদুর রহমান প্রকাশ হামিদ্যার পুত্র। তার পিতা হামিদুর রহমান ও বোন সুখিয়ারা প্রকাশ শুক্কুনী মাত্র কিছু দিন পূর্বে ৩টি অস্ত্র ও ২শ ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে রয়েছে।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, দাসিমাঝির পাড়ার আলোচিত মাদক ব্যবসায়ী হামিদুর রহমান ও তার ছেলে মেয়ে সহ পুরো পরিবার দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। তাদের ছিল ইয়াবার বিশাল নেটওয়ার্ক। ইতিপূর্বে হামিদ ও তার মেয়ে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার হলে তার পুত্র বাবুল এলাকা থেকে পালিয়ে যায়। সম্প্রতি সে পুনরায় এলাকায় ফিরে এসে আবারো ইয়াবা বিক্রি করছে মর্মে খবর পেয়ে গতকাল ২ এপ্রিল রাত সাড়ে ৯টায় থানার এস আই ফরুখ অাহমদ মিনহাজ, এস আই রাজু আহমেদ গাজী ও এ এস আই সজীব দত্ত সহ সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ অভিযান চালিয়ে দাসি মাঝির পাড়া তার বাড়ী থেকে

৫শ পিস ইয়াবা,২টি দেশীয় তৈরী বন্দুক সহ গ্রেপ্তার করে। পুলিশ জানান, অভিযান শেষে পুলিশ চলে আসার সময় বাবুলের স্বতীর্থরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি ছুড়ে। ফলে পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ লেগে যায়। পুলিশ জানান, অাত্নরক্ষার্থে পুলিশও গুলি ছুড়ে। ঘটনায় উভয় পক্ষে অন্তত: ২০ রাউন্ড গুলি বিনিময় হয় বলে ওসি জানিয়েছেন। এতে কনষ্টেবল নাজমুল ও রুবেল শর্মা আহত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।