৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

মহাসড়কে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে মালুমঘাট হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার -চট্রগ্রাম মহাসড়কে যানচলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে ফুটপাত দখলমুক্ত করা উদ্যোগ নিয়েছে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ। সোমবার মহাসড়কের খুটাখালী বাজারের সড়কের অংশের দোকান উচ্ছেদ করা হয়। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. ইকবাল বাহার মজুমদার  বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাসড়কের পাশে মুল দোকানের সামনে ফুটপাতের উপর দোকান বসিয়ে একশ্রেণীর লোকজন ব্যবসা করে আসছিল। যার ফলে সড়কে যানজট সৃষ্টি হয়। মহাসড়ককে যানজটমুক্ত রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন।

এদিকে গত রোববার জাতীয় নিরাপদ সড়ক দিবসে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজারে ঐতিহ্যগতভাবে রাস্তার উপর হাট বাজার বসানো হয়। বিশেষ করে গরুর বাজারগুলো দুর্ঘটনার অন্যতম কারণ। তাই আগামী অর্থ বছর থেকে রাস্তার উপর থেকে সব বাজার সরানো হবে। এতে কমে আসবে দুর্ঘটনা।

তিনি আরও বলেন, চালকদের অদক্ষতা ও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। তাই সড়ক দুর্ঘটনা রোধে আগে নিজেদের সচেতন হতে হবে। মানতে হবে ট্রাফিক আইন। জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ ও প্রচারণা প্রয়োজন বলে মন্তব্য করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।