৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ২দিন ব্যাপী কর্মসূচী

songskriti-22_151593_0
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখা দুইদিন ব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে। ২৫ মার্চ কালো রাত্রি স্মরণে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সন্ধ্যা ৬টায় আলোর মিছিল অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ২৬ মার্চ সন্ধ্যা ৬টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গতকাল সন্ধ্যা ৭টায় কক্সবাজার শহীদ মিনারে অনুষ্ঠিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের এক সভায় উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, এড. তাপস রক্ষিত, আবুল কাশেম বাবু, জাহেদ সরওয়ার সোহেল, কল্যাণ পাল, রিদুয়ান আলী, ওয়াহিদ মুরাদ সুমন, শহীদুল্লাহ শহীদ, মনির মোবারক, এসকে বোরহান প্রমুখ। দুই দিন ব্যাপী কর্মসূচী সফল ও সার্থকভাবে সম্পন্ন করার জন্য এবং কর্মসূচী সমুহে মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন ও সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।