২৯ অক্টোবর, ২০২৫ | ১৩ কার্তিক, ১৪৩২ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

মরিচ্যা-খুনিয়া পালং ফোরষ্ট্রোক সিএনজি চালক ও টমটম শ্রমিক কল্যাণ সমবায় সমিতির স্থগিত নির্বাচন দ্রæত সম্পন্ন করার দাবি


বার্তা পরিবেশক
গত ৮ ফেব্র“য়ারী ২০১৮ বৃহস্পতিবার ‘মরিচ্যা-খুনিয়া পালং ফোরষ্ট্রোক সিএনজি চালক ও টমটম শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ’ এর কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ও দেশের পরিস্থিতির অবনতির কথা চিন্তা করে জেলা প্রশাসক মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া এর মৌখিক নির্দেশ নির্দেশের উপর ভিত্তি করে উক্ত নির্বাচন স্থগিত রাখা হয়। ফলে আকাঙ্খিত প্রার্থী ও সমিতির সদস্যদের মাঝে হতাশা বিরাজ করতেছে।

জানা যায়, প্রতি তিন বছর পর পর ‘মরিচ্যা-খুনিয়া পালং ফোরষ্ট্রোক সিএনজি চালক ও টমটম শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ’ নামক বৃহত্তর সমবায় সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন ঝাঁকঝমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। সেই অনুপাতে বিগত ৮ই ফেব্র“য়ারী ২০১৮ইং রোজ বৃহস্পতিবার নির্বাচনের দিন ধার্য্য ছিল। কিন্তু সেদিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রায়ের দিন থাকায় দেশের প্ররিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মৌখিক নির্দেশে ঐদিন নির্বাচন স্থগিত রাখা হয়। পরবর্তীতে একটি অন্তর্বর্তীকালীন কমিটি দিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছে। যার ফলে সমিতির মূল কর্মকান্ডে চরম ব্যাঘাত হচ্ছে। যখন নির্বাচন স্থগিত করা হয় তখন নির্বাচনকে ঘিরে যে উৎসবের আমেজ তৈরি হয়েছিল তা নিমিশেই মাটি হয়ে যায়, ফলে প্রার্থীগণ আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্থ হয় এবং সাধারণ সদস্যদের মাঝে হতাশার ছায়া নেমে আসে।
সমিতির সকল সদস্যদের দাবী দীর্ঘ দুই মাস যাবৎ নির্বাচন বন্ধ থাকায় তাদের সমিতির কার্যক্রম সঠিক ভাবে পরিচালিত হচ্ছেনা।এবং সমিতির সদস্যদের মাঝে নির্বাচন নিয়ে নানান কথা প্রতিনিয়ত শুনা যাচ্ছে।
উর্ধ্বতন কর্মকর্তাগণের নিকট আক‚ল আবেদন আমাদের প্রাণে দাবী অত্র সমিতির কার্যকরী কমিটি নির্বাচন-২০১৮ যথা শীঘ্রই দিন ধার্য্য করত: নির্বাচন করার অনুমতি প্রদান সহ নতুন করে সমিতিকে সাজানোর জন্য আপনাদের সকলের হস্তক্ষেপ কামনা করছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।