২৬ আগস্ট, ২০২৫ | ১১ ভাদ্র, ১৪৩২ | ২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

মরিচ্যায় বন্যার পানিতে ডুবে গেছে ঘর-বাড়ি ও কবরস্থান

maricha
উখিয়া মরিচ্যা বাজারের আশপাশের নালার উপর অপরিকল্পিত স্থাপনা তৈরির কারনে টানা বর্ষনে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঘর-বাড়ির পাশাপাশি বন্যার পানিতে ডুবেছে কবরস্থানও। যার কারনে গত কয়েকদিনের বৃষ্টিতে স্থানীয়দের মাঝে চরম দূর্ভোগ দেখা দিয়েছে। স্থানীয় এলাকাবাসি নালা বন্ধকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় এলাকাবাসি জানিয়েছেন, টি আর সুপার মার্কেটের মালিক তমিজ সওদাগর, বাবুল মার্কেটের মালিক এস এম শামশুল হক বাবুল, হাফেজ নূরী সুপার মার্কেটের মালিক হাফেজ আব্দুল মান্নান ও ফজল করিম সওদাগরসহ আরও অনেকেই বাজারের পানি চলাচলের নালা দখল করে স্থাপনা নির্মাণ করেছে।
যার কারনে বাজারে পাশ^বর্তী কবরস্থান, মো নুরু মিয়া, কবিরাজ সালেহ আহমদ, ওবাইদুল হক টিপুসহ অনেকের বাড়ি ঘর ডুবে রয়েছে গত কয়েকদিনের বৃষ্টিতে।
মরিচ্যা বাজারের পূর্বপাড়াবাসি চলাচলের রাস্তা ডুবে যাওয়ার কারনে মানুষ চরম কষ্টে রয়েছে।
এছাড়া নালা দখলের কারনে মরিচ্যা বাজারে কয়েকটি দোকান ডুবে গেছে।

কবিরাজ সালেহ আহমদ অভিযোগ করে জানান, নালা দখলের কারনে টানা বৃষ্টি পানি বাড়িতে ঢুকে পড়েছে। জীবন যাপনে চরম বেকায়দায় আছি।

হলদিয়া ইউপির মেম্বার মোহাম্মদ ইসলাম নালা দখলের কারনে এই জলাবদ্ধা দেখা দিয়েছে বলে স্বীকার করে বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, এই বিষয়টি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শ করা হয়েছে। ওই সময় চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টুও উপস্থিত ছিলেন ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।