২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

মনে হচ্ছিল হ্যাটট্রিক হয়ে যাবে: তাসকিন

বিশ্বের ৪১তম বোলার হিসেবে তাসকিন হ্যাটট্রিক তুলে নিয়েছেন পেসার নুয়ান প্রদীপকে তুলে নিয়ে। আর সেই তাসকিনই জানালেন শেষ ওভারের আগেই এমন কিছু কল্পনা করছিলেন মনে মনে। শেষ পর্যন্ত হ্যাটট্রিক হওয়াতে ক্যারিয়ারের সেরা অর্জন হিসেবেই দেখছেন এই প্রাপ্তিকে।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন তাসকিন আহমেদ। মঙ্গলবার শ্রীলঙ্কার ইনিংসের শেষ ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিন উইকেট তুলে নেন। তাতেই তাইজুলের পর বাংলাদেশের হয়ে এই কীর্তি গড়েন তাসকিন।

বিশ্বের ৪১তম বোলার হিসেবে তাসকিন হ্যাটট্রিক তুলে নিয়েছেন পেসার নুয়ান প্রদীপকে তুলে নিয়ে। আর সেই তাসকিনই জানালেন শেষ ওভারের আগেই এমন কিছু কল্পনা করছিলেন মনে মনে। শেষ পর্যন্ত হ্যাটট্রিক হওয়াতে ক্যারিয়ারের সেরা অর্জন হিসেবেই দেখছেন এই প্রাপ্তিকে। বুধবার কলম্বোতে রওয়ানা হওয়ার আগে হোটেল আলিয়া রিসোর্ট ও স্পা সেন্টারে সংবাদমাধ্যমের কাছে তাসকিন বলেছেন, ‘শেষ ওভারের আগে আমি ফিল্ডিংয়ে দাঁড়িয়ে এমন কিছুই কল্পনা করেছিলাম। এর আগে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও আমি করতে পারিনি। তবে এবার তৃতীয় উইকেটটি নেওয়ার আগে আমি খুব নির্ভার ছিলাম। কেন জানি মনে হচ্ছিল হ্যাটট্রিক হয়ে যাবে এবং শেষ পর্যন্ত হয়েও গেল।’

হ্যাটট্রিক করে সতীর্থদের অভিনন্দনের জোয়ারে ভাসছেন তাসকিন, ‘হ্যাটট্রিকের পর সবাই অভিনন্দন জানিয়েছে এবং ড্রেসিংরুমেও আমি বাহবা পেয়েছি।’

কোর্টনি ওয়ালশের ভূমিকার কথা উল্লেখ করে তাসকিন বলেছেন, ‘বোলিং কোচ ওয়ালশ অনেক খুব সাহায্য করেছেন। তার পরিকল্পনা মতোই বোলিং করেছি। তিনি তো একজন কিংবদন্তি। তবে ওয়ালশের সঙ্গে দলের সবাই অনেক সহায়তা করেছে। সামনের ম্যাচগুলোতে যেন জিততে পারি এবং ভালো খেলতে পারি-সবাই এই দোয়া করবেন।’

বিশ্বের মাত্র ৪১ জন বোলার এই কৃতিত্ব দেখিয়েছেন। তাই এমন অর্জনকে জীবনের সেরা হিসেবেই দেখছেন তাসকিন, ‘এটা আমার জীবনের জন্য বড় একটি অর্জন। আন্তর্জাতিক ক্রিকেটে আমি প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছি। অবশ্যই এটা বড় পাওয়া এবং খুব ভালো লাগছে। আরও ভালো লাগতো যদি ম্যাচটা হতো এবং আমরা জিততে পারতাম।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘দুর্ভাগ্যক্রমে বৃষ্টির কারণে ম্যাচটি হয়নি। আসল লক্ষ্য সিরিজ জেতা, উইকেট পাওয়াটা আমরা চেষ্টা করতে পারি কিন্তু সত্যিই সেটা ভাগ্যের ব্যাপার। শেষের ওই বলটা ভালো ইয়র্কার ছিল। বোল্ড না হয়ে ব্যাটের প্রান্তে লেগে চারও হয়ে যেতে পারত। আমি আসলেই ভাগ্যবান। চেষ্টা করেছি, শেষপর্যন্ত সেটা হয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।