৬ নভেম্বর, ২০২৫ | ২১ কার্তিক, ১৪৩২ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মঙ্গলবার মাতারবাড়ী স্থায়ি বন্ধ্যা করণ ক্যাম্প অনুষ্টিত হবে,সেবা দিয়ে এগিয়ে ‘সোলতানা আপা’

matarbade-pic-28-11-16
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্থায়ি বন্ধ্যা করণ ক্যাম্প অনুষ্টিত হবে ২৯ নভেম্বর মঙ্গলবার। উক্ত ক্যাম্প মাতারবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সকাল সাড়ে ৯ থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলবে বলে জানা গেছে। উক্ত ক্যাম্প অনুষ্টানে উপস্থিত থাকবেন জেলা উপ-পরিচালক পরিবার ও পরিকল্পনা বিভাগ কক্সবাজার। ডাঃ পিন্টু ভট্টচার্য্য সহকারী পরিচালক ও এডি সি সি কক্সবাজার, মহেশখালী উপজেলা পরিবার পরিক্লপনা কর্মকর্তা ছেরাজ আহমদ, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মাষ্টার মোঃ উল্লাহ বি,এ সহ স্থানিয় ইউপি সদস্যরা উপস্থিত থাকবেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন মাতারবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিনিউটি মেডিকেল অফিসার ডাঃ ইয়াকুব আলী। এছাড়া উপস্থিত থাকবেন, অচিউর রহমান লিটন পরিবার পরিক্লপনা পরির্দশক মাতারবাড়ী, পরিবার কল্যাণ এক ( খ) ইউনিট সহকারী সোলতানা বেগম। অপরদিকে মাতারবাড়ী উপ-দ্বীপের ১০ বছর আগে প্রত্যান্ত এই এলাকায় প্রসূর্তি সেবা ছিল না। গন্তব্যে ট্রলার চড়ে ১০০ কিলোমিটারের উত্তাল সাগর সমুদ্র পাড়ি দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে যেত হত। কারণ মহেশখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেই প্রসূর্তি সেবা। এখন ব্রীজ হওয়ায় গাড়ী নিয়ে পাশ্ববর্তী চকরিয়া অথবা কক্সবাজার সরকারী হাসপাতালে যাওয়া যাচ্ছে। কিন্তু সেই নির্যাযিতর ধারনা ভেঙ্গে দিয়েছেন একজন সফল নারী। তার নাম সুলতানা বেগম। মাতারবাড়ী মানুষ তাকে সমাদার করে সুলতানা আপা বলে ডাকেন। প্রতিমাসে তার হাতে জন্ম নিচ্ছেন ৫০ থেকে ৫৫ টি শিশু। শুধু সন্তান প্র¯্রব নয়, প্রসূতি মা ও নবজাতকে সেবা দিয়ে চলেছেন নিরন্তর। তিনি রাত দিন ছুটে চলেন সেবা দিতে মানুষের দৌরগোড়া। তিনি মা সমাবেশ করেন সপ্তাহে ৩ দিন। তার ভূরি ভূরি উপকারের কথা বলেছেন সচেতন মানুষ। মানুষ অর্থনৈতিকভাবে যা খুশিতে দেন তা নেন এই সোলাতানা আপা বলে জানা গেছে। কোন সময় সেবা নিতে আসা কাউকে ধমকের সাথে কথা না বলে হাঁসি মুখে কথা বলে সেবার হাত বাড়িয়ে দিয়েছেন এমন নজির রয়েছে সোলতানা বেগমের বলে জানা গেছে। তিনি মা ও শিশু পরিচর্যা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় গত ২১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কক্সবাজার জেলায় সেরা হয়েছেন মহেশখালী উপজেলার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পরিকল্যাণ সহকারী সুলতানা বেগম। এর আগে তিনি ২০১২ সাল থেকে টানা চারবার উপজেলা ও জেলার শ্রেষ্ট পরিবারকল্যাণ সহকারী হিসাবে নির্বাচিত হন তিনি। এছাড়া চলতি বছর পরিবার পরিকল্পনা কার্যক্রমে অবদানের জন্য মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোঃ উল্লাহ বি,এ কে সনদ দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।