২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

“ভ্যাট দিচ্ছে জনগন হচ্ছে দেশের উন্নয়ন”

vat-dibos-1-lg20161210173446“ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন’ এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে জাতীয় ভ্যাট সপ্তাহ-২০১৬। ১০ ডিসেম্বর (শনিবার) এ সপ্তাহের প্রথমদিনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষ্যে  কক্সবাজার কাস্টম এক্সাইজ ও ভ্যাট কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ও বিভাগীয় কাস্টম এক্সাইজ কর্মকর্তা আলমগীর হুসেন এবং প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) মো. সাইফুল ইসলাম মজুমদার। এতে বক্তারা বলেছেন, বর্তমান সরকার গৃহীত বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কক্সবাজার জেলায়। দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়িতে বাস্তবায়নাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্প, এলএনজি টার্মিনাল, দোহাজারী-কক্সবাজার-ঘুনধুম রেললাইন প্রকল্প, কক্সবাজার আর্ন্তজাতিক বিমান বন্দর, স্টেডিয়াম, মেরিন এ্যাকুরিয়াম ও সাবমেরিন স্টেশন নির্মান প্রকল্পসহ আরও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। দেশের সার্বিক উন্নয়নে রাজস্ব প্রদানের গুরুত্ব তুলে ধরে বক্তারা আরো বলেন, আমরা নাগরিকরা সরকারকে যদি ঠিকমত রাজস্ব না দিই। তাহলে সরকার এত অর্থ পাবে কোথায়? নিয়মিত ভ্যাট দিলে সেটা বহুগুণ উপহার হিসেবে জনগনের কাছে ফেরত আসে। তাই উন্নত স্বনির্ভর দেশ গঠনে ভ্যাট দিতে হবে সবাইকে।
জাতীয় ভ্যাট সপ্তাহ ও ভ্যাট দিবস উপলক্ষে একই দিন সকালে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। কাস্টমস অফিস ও ভ্যাট কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হওয়া উক্ত র‍্যালী জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। সহকারী পুলিশ সুপার সৌমিত্র চাকমা, সহকারী কর কমিশনার মো. জাকারিয়া হোসেন ও রাজস্ব কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান প্রমুখ এবং বিভিন্ন শ্রেণী-পেশার জনগন র‍্যালীতে অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।