৬ নভেম্বর, ২০২৫ | ২১ কার্তিক, ১৪৩২ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

“ভ্যাট দিচ্ছে জনগন হচ্ছে দেশের উন্নয়ন”

vat-dibos-1-lg20161210173446“ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন’ এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে জাতীয় ভ্যাট সপ্তাহ-২০১৬। ১০ ডিসেম্বর (শনিবার) এ সপ্তাহের প্রথমদিনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষ্যে  কক্সবাজার কাস্টম এক্সাইজ ও ভ্যাট কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ও বিভাগীয় কাস্টম এক্সাইজ কর্মকর্তা আলমগীর হুসেন এবং প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) মো. সাইফুল ইসলাম মজুমদার। এতে বক্তারা বলেছেন, বর্তমান সরকার গৃহীত বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কক্সবাজার জেলায়। দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়িতে বাস্তবায়নাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্প, এলএনজি টার্মিনাল, দোহাজারী-কক্সবাজার-ঘুনধুম রেললাইন প্রকল্প, কক্সবাজার আর্ন্তজাতিক বিমান বন্দর, স্টেডিয়াম, মেরিন এ্যাকুরিয়াম ও সাবমেরিন স্টেশন নির্মান প্রকল্পসহ আরও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। দেশের সার্বিক উন্নয়নে রাজস্ব প্রদানের গুরুত্ব তুলে ধরে বক্তারা আরো বলেন, আমরা নাগরিকরা সরকারকে যদি ঠিকমত রাজস্ব না দিই। তাহলে সরকার এত অর্থ পাবে কোথায়? নিয়মিত ভ্যাট দিলে সেটা বহুগুণ উপহার হিসেবে জনগনের কাছে ফেরত আসে। তাই উন্নত স্বনির্ভর দেশ গঠনে ভ্যাট দিতে হবে সবাইকে।
জাতীয় ভ্যাট সপ্তাহ ও ভ্যাট দিবস উপলক্ষে একই দিন সকালে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। কাস্টমস অফিস ও ভ্যাট কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হওয়া উক্ত র‍্যালী জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। সহকারী পুলিশ সুপার সৌমিত্র চাকমা, সহকারী কর কমিশনার মো. জাকারিয়া হোসেন ও রাজস্ব কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান প্রমুখ এবং বিভিন্ন শ্রেণী-পেশার জনগন র‍্যালীতে অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।