২৭ ডিসেম্বর, ২০২৫ | ১২ পৌষ, ১৪৩২ | ৬ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা

ভালবাসা দিবসে পাঁচ হাজার পর্যটককে ফুলের শুভেচ্ছা জানালেন কটেজ ব্যবসায়ী সমিতি


১৪ ফেব্রুয়ারী মানে শুধুই ভালবাসার দিন। এ দিবসকে বিশেষভাবে উদ্যাপন করতে দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে কক্সবাজার ছুটে আসে হাজার হাজার পর্যটক। এবার ভালবাসা দিবসে এই পর্যটকদের গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে বাড়তি আনন্দ দিয়েছে কটেজ ব্যবসায়ীরা।
মঙ্গলবার কটেজ জোনে অবস্থানরত প্রায় পাঁচ হাজার পর্যটককে ফুল দিয়ে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানানো হয়। পর্যটকদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময়ের উদ্যোগ নেয় কক্সবাজার কটেজ ব্যবসায়ী সমবায় সমিতি। এই সমিতির সভাপতি কাজী রাসেল আহমদের নেতৃত্বে সংগঠনের নেতৃত্ববৃন্দ প্রতিটি কটেজে অবস্থানরত পর্যটকদের ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কটেজ ব্যবসায়ীদেরও ফুলের শুভেচ্ছা জানানো হয়।
কক্সবাজার কটেজ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কাজী রাসেল আহমদ নোবেল বলেন, ‘১৪ ফেব্রুয়ারী ‘ভালবাসা দিবস’ হিসেবে একটি বিশেষ দিন। এই দিনটি উদযাপন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার আসে পর্যটকেরা। তাই ব্যবসায়ী হিসেবে এই দিনে সকল পর্যটকদের শুভেচ্ছা জানায় আমরা। এতে পর্যটকেরা বাড়তি আনন্দ উপভোগ করে’।
তিনি আরো বলেন, ‘কটেজ জোনে প্রায় ৬০ হাজার পর্যটকের ধারণ ক্ষমতা রয়েছে। ভালবাসা দিবসে বিভিন্ন কটেজে অবস্থানরত পাঁচ হাজার পর্যটককে ফুলের শুভেচ্ছা জানানো হয়’।
ঢাকার সাভার এলাকা থেকে আসা মাহমুদ ফরীদি নামে এক পর্যটক অনুভুতি প্রকাশ করে বলেন, ‘সবে মাত্র বিয়ে করেছি। বিয়ের পর পরই ভালবাসা দিবস। তাই দিবসকে বিশেষভাবে উদযাপন করতে কক্সবাজার এসেছি। আনন্দ কমতি ছিল না। তারমধ্যে কটেজ ব্যবসায়ীদের কাছ থেকে ফুলের শুভেচ্ছা পেয়ে আরো আনন্দ পেয়েছি। এটি সত্যিই স্মরণীয় হয়ে থাকবে’।
শুভেচ্ছা বিনিময়কালে আরো উপস্থিত ছিলেন সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুল হুদা, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক নজিরুল আলম, যুগ্ন সম্পাদক জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আতিক উল্লাহ, মো. আশরাফ, হিরু প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।