৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়াল

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।এর আগে একদিনেই দেশটিতে চার হাজারের বেশি মানুষ আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০৪ জন। এর মধ্যে লকডাউন কিছুটা শিথিল করার প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার থেকে ভারতের প্রধান শহরগুলোর মধ্যে কিছু ট্রেন চলাচল আবার শুরু হতে যাচ্ছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৭০ হাজার ৭৮০ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে ৮৭ জন করোনা রোগী।

এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ২৯৪ জন। সুস্থ হয়েছেন ২২ হাজার ৫৯৪ জন। হাসপাতালে ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ৪৩ হাজার ৯৮০ জন। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৯ হাজাত ৩৭টি নমুনা পরীক্ষায় এসব তথ্য মিলেছে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কাছে যেন জিম্মি হয়ে পড়েছে বিশ্ব। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজার হাজার মানুষ। আক্রান্তও বাড়ছে পাল্লা দিয়ে। এরইমধ্যে মৃত্যুর সংখ্যা প্রায় ২ লাখ ৮৭ হাজারে গিয়ে পৌছেছে।

করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ৩৩২ জনে। আর আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ২৫ হাজার ৬০১ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।