৩০ আগস্ট, ২০২৫ | ১৫ ভাদ্র, ১৪৩২ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

ব্রাজিলের বড় জয়

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের কাছে অস্ট্রেলিয়া পাত্তাই পেল না, স্রেফ উড়ে গেল। মেলবোর্নে আজ সকারুদের ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চার দিন আগে একই মাঠেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। যেটি ছিল তিতের অধীনে টানা নয় জয়ের পর ব্রাজিলের প্রথম হার। আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে আবার জয়ে ফিরল সেলেসাওরা। দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই ম্যাচ দুটি খেলেছে ব্রাজিল।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেলে শুরু ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ৪৯ হাজার দর্শক। ম্যাচ শুরুর মাত্র ১০ সেকেন্ডেই এগিয়ে যায় ব্রাজিল। নিজেদের ভুলে গোল হজম করে বসে স্বাগতিক অস্ট্রেলিয়া।

কিক-অফের পর একজনের পা ঘুরে বল পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার বেইলি রাইট। বল পেয়েই তিনি ভুলটা করে বসলেন। মাঝমাঠের কাছাকাছি তার ভুল পাসে বল পেলেন ব্রাজিলের ডি পাওলো।

সেখান থেকে বল ধরে এগিয়ে গিয়ে ডানদিকে তিনি আবার বল বাড়ালেন দিয়েগো সুজাকে। বল পেয়েই ব্রাজিল মিডফিল্ডার সেটি ডান পায়ের শটে জড়িয়ে দিলেন জালে। অস্ট্রেলিয়া গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করেছিলেন, তবে বল তার হাতে লেগে জালে ঢুকে যায়। সুজার এটাই প্রথম আন্তর্জাতিক গোল।

বাকি তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬২ মিনিটে ব্রাজিলের ব্যবধান দ্বিগুণ করেন থিয়াগো সিলভা। ২০১৪ বিশ্বকাপের পর হারিয়েছিলেন অধিনায়কত্ব। ২০১৫ কোপা আমেরিকার পর দল থেকেই বাদ। আগের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে আবার জাতীয় দলে ফেরেন। ২০১৫ কোপা আমেরিকার পর আজ প্রথম আন্তর্জাতিক গোলও করলেন সিলভা।

৭৫ মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয়ও নিশ্চিত করেন মিডফিল্ডার টাইসন। আর যোগ করে সময়ে সুজা পূর্ণ করেন নিজের দ্বিতীয় গোল। তাতে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।