২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন দেখেন নেইমার

ব্রাজিলের সঙ্গে সর্বোচ্চ সফলতা পেতে দৃঢ়প্রতিজ্ঞ বার্সেলোনা তারকা। একই সঙ্গে তিনি পরিষ্কার করে জানালেন, ব্যক্তিগত পর্যায়ে কারও সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা নেই তার।

অনেক শিরোপা জেতার বাকি থাকলেও নেইমার স্বীকার করেছেন, ব্রাজিলের সঙ্গে বিশ্বকাপ জেতার মনোবাসনাই তার চূড়ান্ত লক্ষ্য। ২০১৪ সালে দেশের মাটিতে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করতে পারেননি ২৫ বছর বয়সী। ইনজুরিতে ছিটকে যান সেমিফাইনালের আগেই, যেখানে তার দল বিধ্বস্ত হয় জার্মানির কাছে। তবে দেশকে প্রথমবার অলিম্পিক স্বর্ণ এনে দিয়েছেন নেইমার। কিন্তু সেটায় মন ভরার কথা নয় তার। কারণ বিশ্বকাপের স্বপ্নে বিভোর তিনি।

রেড বুল কনটেন্ট পুলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সাম্বা তারকা বলেছেন, ‘ব্রাজিলিয়ান ফুটবল দলের সঙ্গে খেলে যাওয়া আমার স্বপ্ন, এটা আমার জন্য বিশাল সম্মানের। গোল করে দলকে সেরা অর্জন এনে দেওয়ার ইচ্ছা থাকে সবসময়।’ নিজের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী নেইমার, ‘আমি আশাবাদী স্কোর করে যেতে পারব এবং রেকর্ড গড়তে পারবে, শুধু এটাই আমার মনকে আনন্দ দেয়। আমি কারও চেয়ে বেশি ভালো হতে চাই না, শুধু নিজেকে ছাড়িয়ে যেতে চাই। এটাই আমার জন্য আসল ব্যাপার।’

২০১৮ সালের জন্য সাজানো রাশিয়ার মঞ্চ নিয়ে এখনই ভাবছেন নেইমার, ‘আমি উদ্বেগের মধ্যে নেই। কিন্তু আমি এরই মধ্যে বিশ্বকাপ নিয়ে ভাবছি। আমি দিবাস্বপ্ন দেখি। বিশ্বকাপ জিতলে কেমন লাগবে এটা চিন্তা বা কল্পনা করা থামাই না আমি। কিন্তু আমি অনেক খাটব, ২০১৮ সালের জন্য আমি প্রস্তুত থাকব।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।