২১ অক্টোবর, ২০২৫ | ৫ কার্তিক, ১৪৩২ | ২৮ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে রাস উৎসব

এম.এ আজিজ রাসেলঃ কক্সবাজারের খুরুস্কুলের রাস বিহারী মন্দিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৬ তম রাস উৎসব শুরু হয়েছে। মহোৎসবের ২য় দিনে ভক্তদের ঢল নেমেছে। বিশেষ করে শুক্রবার অধিবাস কীত্তনে ভক্তদের ভীড় লক্ষ্য করা গেছে। রাস মহোৎসবের প্রথমদিন ধমসভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের সমান অধিকার ভোগ করে আসছে। তিনি ঐতিহাসিক রাস মেলার সাফল্য কামনা করেন।
জেলা পূজা উদযাপন পরিষদের কমকতা সাংবাদিক বলরাম দাশ অনুপম জানান, এই রাস মহোৎসব দক্ষিণ চট্টগ্রামের বৃহ্যৎ উৎসব। প্রতিবছরের ন্যায় এবারও সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের পাল পাড়ায় হাজারো ভক্ত-পুণ্যার্থী ও দর্শকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে ঐতিহাসিক রাস উৎসব প্রাঙ্গন। উৎসবকে কেন্দ্র করে বসেছে বিশাল মেলা। আর মেলায় বিভিন্ন ধরনের আকর্ষনীয় প্রদর্শনী ও রয়েছে ছোটদের খেলনাসহ বিভিন্ন পণ্যের পসরা। এই রাস মহোৎসবে হাজার হাজার ভক্তের সমাগম ঘটবে সম্প্রীতির অটুট বন্ধন সুদৃঢ় করতে।
জানা যায়, প্রতিবছর কার্তিক পুর্ণিমা তিথিতে মেলা অনুষ্ঠিত হয়। রাস পূর্ণিমার রাত থেকেই এখানে ভীড় করে দেশ-বিদেশের হাজারো ভক্ত, পূণ্যার্থী ও দর্শক। দুর-দুরান্ত থেকে পূণ্যার্থীরা এখানে আসেন মনোবাসনা ও পুণ্য লাভের আশায়। আবার কেউ আসেন মন্দির দর্শনে।
আগামী ৬ নভেম্বর নাম যজ্ঞের পূণাহুতির মাধ্যমে এই উৎসবের শেষ হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।