১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে রাস উৎসব

এম.এ আজিজ রাসেলঃ কক্সবাজারের খুরুস্কুলের রাস বিহারী মন্দিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৬ তম রাস উৎসব শুরু হয়েছে। মহোৎসবের ২য় দিনে ভক্তদের ঢল নেমেছে। বিশেষ করে শুক্রবার অধিবাস কীত্তনে ভক্তদের ভীড় লক্ষ্য করা গেছে। রাস মহোৎসবের প্রথমদিন ধমসভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের সমান অধিকার ভোগ করে আসছে। তিনি ঐতিহাসিক রাস মেলার সাফল্য কামনা করেন।
জেলা পূজা উদযাপন পরিষদের কমকতা সাংবাদিক বলরাম দাশ অনুপম জানান, এই রাস মহোৎসব দক্ষিণ চট্টগ্রামের বৃহ্যৎ উৎসব। প্রতিবছরের ন্যায় এবারও সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের পাল পাড়ায় হাজারো ভক্ত-পুণ্যার্থী ও দর্শকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে ঐতিহাসিক রাস উৎসব প্রাঙ্গন। উৎসবকে কেন্দ্র করে বসেছে বিশাল মেলা। আর মেলায় বিভিন্ন ধরনের আকর্ষনীয় প্রদর্শনী ও রয়েছে ছোটদের খেলনাসহ বিভিন্ন পণ্যের পসরা। এই রাস মহোৎসবে হাজার হাজার ভক্তের সমাগম ঘটবে সম্প্রীতির অটুট বন্ধন সুদৃঢ় করতে।
জানা যায়, প্রতিবছর কার্তিক পুর্ণিমা তিথিতে মেলা অনুষ্ঠিত হয়। রাস পূর্ণিমার রাত থেকেই এখানে ভীড় করে দেশ-বিদেশের হাজারো ভক্ত, পূণ্যার্থী ও দর্শক। দুর-দুরান্ত থেকে পূণ্যার্থীরা এখানে আসেন মনোবাসনা ও পুণ্য লাভের আশায়। আবার কেউ আসেন মন্দির দর্শনে।
আগামী ৬ নভেম্বর নাম যজ্ঞের পূণাহুতির মাধ্যমে এই উৎসবের শেষ হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।