১৩ ডিসেম্বর, ২০২৫ | ২৮ অগ্রহায়ণ, ১৪৩২ | ২১ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে রাস উৎসব

এম.এ আজিজ রাসেলঃ কক্সবাজারের খুরুস্কুলের রাস বিহারী মন্দিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৬ তম রাস উৎসব শুরু হয়েছে। মহোৎসবের ২য় দিনে ভক্তদের ঢল নেমেছে। বিশেষ করে শুক্রবার অধিবাস কীত্তনে ভক্তদের ভীড় লক্ষ্য করা গেছে। রাস মহোৎসবের প্রথমদিন ধমসভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের সমান অধিকার ভোগ করে আসছে। তিনি ঐতিহাসিক রাস মেলার সাফল্য কামনা করেন।
জেলা পূজা উদযাপন পরিষদের কমকতা সাংবাদিক বলরাম দাশ অনুপম জানান, এই রাস মহোৎসব দক্ষিণ চট্টগ্রামের বৃহ্যৎ উৎসব। প্রতিবছরের ন্যায় এবারও সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের পাল পাড়ায় হাজারো ভক্ত-পুণ্যার্থী ও দর্শকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে ঐতিহাসিক রাস উৎসব প্রাঙ্গন। উৎসবকে কেন্দ্র করে বসেছে বিশাল মেলা। আর মেলায় বিভিন্ন ধরনের আকর্ষনীয় প্রদর্শনী ও রয়েছে ছোটদের খেলনাসহ বিভিন্ন পণ্যের পসরা। এই রাস মহোৎসবে হাজার হাজার ভক্তের সমাগম ঘটবে সম্প্রীতির অটুট বন্ধন সুদৃঢ় করতে।
জানা যায়, প্রতিবছর কার্তিক পুর্ণিমা তিথিতে মেলা অনুষ্ঠিত হয়। রাস পূর্ণিমার রাত থেকেই এখানে ভীড় করে দেশ-বিদেশের হাজারো ভক্ত, পূণ্যার্থী ও দর্শক। দুর-দুরান্ত থেকে পূণ্যার্থীরা এখানে আসেন মনোবাসনা ও পুণ্য লাভের আশায়। আবার কেউ আসেন মন্দির দর্শনে।
আগামী ৬ নভেম্বর নাম যজ্ঞের পূণাহুতির মাধ্যমে এই উৎসবের শেষ হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।