৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

বে-সরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

ফারুক আহমদ,(উখিয়া): ১৩ তম বে-সরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি একক নিয়োগের দাবিতে কক্সবাজার শহরে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। চাকুরী বঞ্চিত প্রার্থীরা দ্রুত সময়ে নিয়োগ নিশ্চিত করনে আন্দোলনের কর্মসূচী হিসাবে সারা দেশের ন্যায় কক্সবাজারের চাকুরী বঞ্চিত প্রার্থীরা আজ (১৯ সেপ্টম্বর) মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজার প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনোত্তর সমাবেশে বক্তারা বলেন ১৩ তম বে-সরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদেরকে সরাসরি নিয়োগ দেওয়ার কথা শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ থাকলে ও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর ও রহস্য জনক কারণে তা ঝুলে রয়েছে। ফলে শতশত শিক্ষিত যুবকরা চাকুরী থেকে বঞ্চিত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাষ্টার্স পাস উখিয়ার সন্তান ও আন্দোলনরত কমিটির আহবায়ক এম জসিম উদ্দিন জানান ২০১৬ সালের প্রকাশিত প্রজ্ঞাপনের অনুচ্ছেদ ১০ এর (ঝ) ও ১৩ তম শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন পরিপত্রে উল্লেখ আছে উত্তীর্ণ প্রার্থীদেরকে উপজেলা ভিত্তিক সরাসরি নিয়োগ দেওয়া হবে। কিন্তু দুঃখ জনক হলেও সত্য নিয়োগ পরীক্ষার ১ বছর ৬মাস পার হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগ থেকে বঞ্চিত হয়ে হতাশা ও উৎকণ্ঠায় দিন যাপন করছে।
মানববন্ধনে অংশ গ্রহণকারীরা অবিলম্বে ১৩ তম বে-সরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রীর নিকট জোরদাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন আবু বরদা মো: নোমান (উখিয়া) রহমত উল্লাহ (মহেশখালী) কায়েস (রামু) সুদীপ ধর (মহেশখালী) ইসমাইল (উখিয়া)।
পরে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের নিকট স্বারক লিপি পেশ করা হয়। উল্লেখ্য ১৩ তম বে-সরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সারা দেশে ৬ লক্ষাধিক পরীক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ২শত ৫৪ জন উত্তীর্ণ হয়। তৎ মধ্যে কক্সবাজার জেলার ৮ উপজেলায় শতাধিক উত্তীর্ণ প্রার্থী রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।