২৬ নভেম্বর, ২০২৫ | ১১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে

বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ কিন্ডার গার্ডেন কক্সবাজার জেলা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবীরা বৃত্তি পেলেও বিশেষ দৃষ্টি কেড়েছে সদরের খরুলিয়ার সানসাইন ইনস্টিটিউট এর শিক্ষার্থী মোহাম্মদ রোহান। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় সে অর্জন করেছে ‘সাফলতার বিশেষ গ্রেড’।

ফল প্রকাশের পর রোহানের পরিবার, শিক্ষক, সহপাঠী সবার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। রোহান সদরের খরুলিয়া ঘাটপাড়া গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের ছেলে।

রোহানের বাবা নাছির উদ্দিন বলেন, শিশুদের পড়াশোনা ও চরিত্র গঠনে আমরা সবসময় উৎসাহ দিয়ে আসছি। ছেলের এই সাফল্য আমাদের আরও অনুপ্রাণিত করেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন- সে যেন ভালো মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে।

সানসাইন ইনস্টিটিউটের শিক্ষক আজিজ জানান, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও পরিশ্রমই রোহানের সাফল্যের মূল চাবিকাঠি। ভবিষ্যতেও তাকে আরও উচ্চতায় পৌঁছাতে প্রতিষ্ঠান পাশে থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

জেলা বৃত্তি পরীক্ষায় এ বছর অংশ নেয় শত শত শিক্ষার্থী। এর মধ্যে মেধাবীদের বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই ফলাফল শিক্ষার্থীদের আরও মনোযোগী করবে এবং সামগ্রিকভাবে শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।