২৪ অক্টোবর, ২০২৫ | ৮ কার্তিক, ১৪৩২ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

বৃক্ষরোপনের মধ্য দিয়েই “পালং ইউথ ফোরাম”র কার্যক্রম শুরু

কনক বড়ুয়া, নিউজরুমঃ

উখিয়ার হলদিয়ায় বনজ গাছের চারা রোপনের মধ্য দিয়ে সামাজিক সংগঠন “পালং ইউথ ফোরাম’র কার্যক্রম শুরু। পরিবেশ রক্ষায় সংগঠনের সভাপতি মুসলিম উদ্দিনের উদ্যোগে প্রায় শতাধিক বিভিন্ন বনজ গাছের চারা রোপন ও মাস্ক বিতরণ করেছে।

শনিবার (৪ জুলাই) বেলা ২টার দিকে উখিয়ার স্বনামধন্য বিদ্যপীট মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয় সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে এ চারা রোপন করা হয়।

এসময় চারা রোপন ও বিতরণ কর্মসূচীতে মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আরমান হোসেন কাজল, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন, ফারুক, সংবাদার্মী মামুন, মনজুর, মাশরাফি, হাকিম, মিজবাহ সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নবগঠিত সামাজিক সংগঠন ” পালং ইউথ ফোরাম” এর সভাপতি মুসলিম উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষ আমাদের পরম বন্ধু। বিশ্বায়নের যুগে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে।
এই সমাজসেবা মূলক কার্যক্রম বৃক্ষরোপনের মধ্য দিয়েই আমাদের সংগঠনের অগ্রযাত্রা করলাম। এবং কর্মসূচি থেকে বৃক্ষ রোপন এবং রোপিত বৃক্ষের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।