২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

বিশ্বসেরা ৫ ফুটবল স্টেডিয়াম

ফুটবল বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ও প্রচলিত খেলা হিসেবে স্বীকৃত। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী তৈরি হয়েছে বিশ্ব বিখ্যাত ফুটবল স্টেডিয়াম। আসুন জেনে নেই, বিশ্বসেরা ৫ ফুটবল স্টেডিয়াম সম্পর্কে। বিস্তারিত জানাচ্ছেন মাহবুবর রহমান সুমন।

ওয়েম্বলি

স্টেডিয়ামটি ইংল্যান্ডের রাজধানী লন্ডনের ওয়েম্বলিতে অবস্থিত। এর আসন সংখ্যা ৯০ হাজার। যা ইউরোপের স্টেডিয়ামগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং সব আসন ঢেকে রাখা পৃথিবীর সর্ববৃহৎ স্টেডিয়াম। এটি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নিজস্ব মাঠ। এখানে ইউরোপীয়ান কাপ ফাইনাল আয়োজন করা হয়েছে ৫ বার এবং বিশ্বের যে ১৭টি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে এই স্টেডিয়াম তার একটি।

আলিয়াঞ্জ অ্যারিনা

দ্য আলিয়াঞ্জ অ্যারিনা হচ্ছে জার্মানির তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম। এর আসন সংখ্যা ৯০ হাজার। বিশেষ করে রাতে স্টেডিয়ামটি দেখতে আশ্চর্যজনক মনে হয়। কেননা স্টেডিয়ামটির আলোক ঝলকানি যেকোন মানুষকে মুগ্ধ করে।

ওল্ড ট্রাফোর্ড

ওল্ড ট্রাফোর্ড ফুটবল স্টেডিয়াম ড্রিমস থিয়েটার নামেও পরিচিত। এটি বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ। তরুণ ফুটবলাররা এই মাঠে ফুটবল খেলার স্বপ্ন দেখে।

ক্যাম্প ন্যু

ক্যাম্প ন্যু স্টেডিয়াম স্পেনের বার্সেলোনা শহরে অবস্থিত। এটি ১৯৫৭ সাল থেকে ফুটবল ক্লাব বার্সেলোনার ঘরের মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর দর্শক ধারণ ক্ষমতা ৯৯ হাজার ৩৫৪। তাছাড়া এটি ইউরোপের বৃহত্তম এবং বিশ্বের ত্রয়োদশ বৃহত্তম স্টেডিয়াম। এই স্টেডিয়ামে দুটি চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজটেকা স্টেডিয়াম

মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ১ লক্ষ। এছাড়া দুটি বিশ্বকাপ ফাইনাল সফলভাবে আয়োজন করার জন্যও এই স্টেডিয়াম বিখ্যাত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।