৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

বিশ্বমঞ্চে ভালো খেলেছি : মাশরাফি

বিশ্বমঞ্চে ভালো খেলেছি : মাশরাফি
প্রায় দুইমাসের বিশ্বকাপ সফর শেষে রোববার দেশে ফিরে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, আমরা আল্লাহর রহমতে বিশ্বমঞ্চে ভালো খেলেছি।

রোববার রাত পৌনে ৮ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন টাইগার দল।

এসময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মাশরাফি সাংবাদিকদের বলেন, রুবেলের ওই বলটিতে উইকেট পেলে আমরা জিততে পারতাম। ওই উইকেট পেলে তখন হয়তো আমাদের আত্মবিশ্বাস বেড়েতো।

তিনি আরো বলেন, আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলেছি। যখন যে ম্যাচে জয় পাওয়া দরকার ছিল আমরা পেয়েছি।

ভারতের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ প্রসঙ্গে মাশরাফি বলেন, আপনারা সবাই দেখেছেন সে ম্যাচে কি ঘটেছে। এটা আর ব্যাখ্যা করারও কিছু নেই।

বিশ্বকাপে সতীর্থদের পারফরমেন্স সম্পর্কে অধিনায়ক মাশরাফি বলেন, এ আসরে মাহামুদুল্লাহ রিয়াদ অসাধারণ খেলেছে। মুশফিক ভালো খেলেছ। আর বোলিংয়ে তাসকিন অসাধারণ বোলিং করেছে। রুবেল হোসেন, সাব্বির আহমেদ ভালো করেছে।

তিনি বলেন, ‘দেশের মানুষ চেয়েছিল ভারতের সাথে ম্যাচটা আমরা জিতি। কিন্তু আমরা তা পারিনি। আমরা আগের অনেকগুলো ম্যাচ ভালো করলেও সেদিন খুব ভালো করতে পারিনি। তবে জীবন তো থেমে থাকে না।

এখান থেকে সবাই নিশ্চয় এগিয়ে যাবেন। আমরা আগামী দিন অনেক ভালো করবো।’

– See more at: http://www.sheershanewsbd.com/2015/03/22/73611#sthash.KzqAMsfG.dpuf

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।