২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ২৩ মার্চ চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ২৮ মার্চ লিওনেল মেসিদের প্রতিপক্ষ বলিভিয়া। এই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ এদগার্দো বাউসা।

বিশ্বকাপ বাছাইয়ে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই আর্জেন্টিনা। ১৯ পয়েন্ট নিয়ে আলবিসেলেস্তেরা রয়েছে তালিকার পঞ্চম স্থানে। অর্থাৎ সরাসরি বিশ্বকাপ খেলার জায়গা থেকে নিচে। পঞ্চম দল হিসেবে অবশ্য প্লে অফ খেলে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার পথ খোলা আছে এখন। এই কঠিন সমীকরণ কী আর মেলাতে চাইবে আর্জেন্টিনা, তাদের লক্ষ্য সেরা চারের মধ্যে থেকেই বিশ্বকাপে খেলার। সেই লক্ষ্যের বড় একটি বাধা সামনের বাছাই পর্বের ম্যাচ। প্রতিপক্ষ তাদের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে থাকা চিলি। ২৩ মার্চ তাদের মুখোমুখি হওয়ার পাঁচ দিন পর মেসিরা আতিথ্য নেবে বলিভিয়ার মাঠে।

মার্চের বাছাইপর্বের দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা কোচ বাউসা ঘোষণা করেছেন তার দল। যে দলে গত বছরের নভেম্বরের পর ডাক পেয়েছেন মার্কোস রোহো। ম্যানচেস্টার ইউনাইটেডে এখন নিয়মিত সুযোগ পাওয়া এবং ভালো পারফরমের পুরস্কার হিসেবে দলে জায়গা পেয়েছেন এই লেফট ব্যাক। তিনি ফিরলেও কপাল পুড়েছে সেন্টার ব্যাক মার্তিন দেমিচেলিস ও ফরোয়ার্ড নিকোলাস গাইতানের। অবশ্য জায়গা ধরে রেখেছেন কিছুদিন আগে চীনা ফুটবলে নাম লেখানো এসেকিয়েল লাভেজ্জি।

এছাড়া প্রত্যাশমত আছেন সবাই। কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাওয়া মেসির সঙ্গে স্কোয়াডে আছেন আনহেল দি মারিয়া, সের্হিয়ো আগুয়েরো, গনসালো হিগুয়েইন ও হাভিয়ের মাসচেরানোর মতো সিনিয়র খেলোয়াড়রা। মার্কা

আর্জেন্টিনা স্কোয়াড :

 

গোলরক্ষক : সের্হিয়ো রোমেরো, নাহুয়েল গুজমান, মারিয়ানো আন্দুহার; ডিফেন্ডার : ফাকুন্দা রনকাগলিয়া, মাতেয়ো মুসাচিও, রামিরো ফুনেস মোরি, পাবলো সাবালেতা, নিকোলাস ওতামেন্দি, মার্কোস রোহো, গ্যাব্রিয়েল মেরকাদো, হুলিও বুফারিনি, এমানুয়েল মাস; মিডফিল্ডার : হাভিয়ের মাসচেরানো, লুকাস বিগলিয়া, গুইদো পিজারো, এভার বানেগা, আনহেল দি মারিয়া, এনসো পেরেস, মার্কোস আকুনা; ফরোয়ার্ড : লিওনেল মেসি, আনহেল কোরেয়া, লুকাস প্রাতো, সের্হিয়ো আগুয়েরো, পাউলো দিবালা, গনসালো হিগুয়েইন, এসেকিয়েল লাভেজ্জি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।