২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

বিশ্বকাপ প্রস্তুতি : কক্সবাজারে বায়তুশ শরফ ক্রিকেট ম্যাচ শনিবার

220219dsc01154২০১৭ সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উক্ত বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবে কক্সবাজারে চলছে খেলোয়াড় বাছাই।

বিষয়টি অবগত করতে আজ বৃহষ্পতিবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল। এতে বলা হয়, ২০১২ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পায় বাংলাদেশ। ৪ বছর পর এবার ২০১৭ সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি ব্লাইন্ড বিশ্বকাপে অংশ নেবে। এর প্রস্তুতি হিসেবে কক্সবাজারে খেলোয়াড় বাছাই চলছে।

কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের অর্থায়নে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল এর সহযোগিতায় খেলোয়াড়দের প্রশিক্ষণ চলছে। আগামী শনিবার ১২ নভেম্বর চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেট দলের সাথে কক্সবাজার ব্লাইন্ড ক্রিকেট দলের মধ্যে ‘বায়তুশ শরফ টি-টোয়েন্টি রাউন্ড ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ এবং ম্যাচে যারা ভালো করবে তাদের নিয়ে গঠিত হবে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী বলেন,- এখানে প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড় রয়েছে। অন্য খেলায় বিশ্বকাপ পাওয়ার আগে ব্লাইন্ড ক্রিকেট খেলোয়াড়রা বাংলাদেশকে বিশ্বকাপ উপহার দিতে পারবে।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে কক্সবাজার ব্লাইন্ড ক্রিকেট দলের সভাপতি শিক্ষাবিদ এম.এম. সিরাজুল ইসলাম বলেন,-প্রতিবন্ধিদের মূল ধারায় ফিরিয়ে আনার অন্যতম পন্থা হচ্ছে খেলাধুলা। দৃষ্টি প্রতিবন্ধী এসব খেলোয়াড়রা জাতীয়-আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হবে, তারা আর্থিকভাবে লাভবান হবে, তারা বয়ে আনবে দেশের সুনাম। তারা এক-একজন দেশের সম্পদ। তাদের পাশে দাঁড়াতে হবে সবাইকে। তবেই অসম্ভবকে সম্ভব করা যাবে।

বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সাধারণ সম্পাদক তাইজুদ্দিন বলেন, গতবার বিশ্বকাপে বাংলাদেশে প্রথম পারফরমেন্সের অভিজ্ঞতা নিয়ে এবার বাংলাদেশ শিরোপা অর্জনের জন্য লড়বে।

সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু ও ব্লাইন্ড ক্রিকেট দলের কোচ সানোয়ার আহমদ বক্তব্য রাখেন। পরিচালনা করেন বায়তুশ হাসপাতালের যুগ্ন সম্পাদক মুক্তিযোদ্ধা এস. এম কামাল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।