১৭ অক্টোবর, ২০২৫ | ১ কার্তিক, ১৪৩২ | ২৪ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো রামুবাসী


বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো রামুবাসী। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ফুলে ফুলে ভরে উঠে রামু কেন্দ্রীয় শহীদ মিনার। প্রথম প্রহরে রামু কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় একুশের কর্মসূচি।
রামু উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রামু থানাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শদীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার ও জেলার সর্বপ্রাচীন রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে রামু উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ, রামু উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং ছাত্র ইউনিয়ন, উদীচী, ইনষ্টিটিউট অব মিউজিক, খেলাঘর, শব্দায়ন আবৃত্তি একাডেমি, থিয়েটার রামু, প্রজন্ম’ ৯৫, মৈত্রী’০২, জাগরণ’০৪ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলী, সহকারী কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান, রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল মন্নান, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ আব্দুল্লাহ, সাংবাদিক দর্পণ বড়ুয়া, এস. মোহাম্মদ হোসেন, নুরুল ইসলাম সেলিম, সুনীল বড়ুয়া, খালেদ হোসেন টাপু, আবুল কাশেম সাগর, শওকত ইসলাম।
এছাড়াও রামুর সর্বোচ্চ বিদ্যাপীঠ রামু কলেজ, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়, রামু উচ্চ বালিকা বিদ্যালয়সহ উপজেলা শহরস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাতফেরি সহকারে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রভাতফেরি উপজেলা পরিষদ থেকে বের হয়ে রামু উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।