৩০ আগস্ট, ২০২৫ | ১৫ ভাদ্র, ১৪৩২ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

বিদায় ওয়েস্ট ইন্ডিজ: ফাইনালে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা

1480150410
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে শেষ মুহূর্তের নাটকীয়তার জন্ম দেয়া ওয়েস্ট ইন্ডিজ এবার ৫ রানের ব্যবধানে হেরেছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস মেথডে হেরে ক্যারিবীয়ানরা ফাইনালের আগেই বিদায় নিয়েছে।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টাই করে ওয়েস্ট ইন্ডিজ। অপর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল মাত্র এক রানের ব্যবধানে। এবার হারলো ৫ রানের ব্যবধানে। এদিকে, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে জিম্বাবুয়ে। শিরোপার লড়াইয়ের তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। খেলার একাদশ ওভারে বৃষ্টি নামলে ম্যাচ এক ওভার কমে নেয়া হয়। নির্ধারিত ৪৯ ওভারে ৮ উইকেটে ২১৮ রান করে জিম্বাবুয়ে।
জবাবে, ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২৭.৩ ওভারের মাথায় আবারো শুরু হয় বৃষ্টি। ততক্ষণে ৫ উইকেটে ১২৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তখনো জয়ের জন্য ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ক্যারিবীয়ানদের দরকার ছিল ১৩০ রান।
জিম্বাবুয়ের সিকান্দার রাজার ব্যাট থেকে ইনিংস সর্বোচ্চ (৭৬) রান আসে। তেন্ডাই চিশোরোর ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে। তার দু’জনই অপরাজিত ছিলেন। ২০ রান করেন হ্যামিলটন মাসাকাদজা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন দেবেন্দ্র বিশু এবং অ্যাশলে নার্স। দুটি উইকেট তুলে নেন আধিনায়ক জ্যাসন হোল্ডার।
চার ম্যাচ খেলে সর্বোচ্চ ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লঙ্কানরা। সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে আসে জিম্বাবুয়ে। আর ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।