১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

বিজয় স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বাগতিক বাইশারী এসোসিয়েশন


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী সদর কৃষক সমবায় সমিতি কর্তৃক আয়োজিত বিজয় স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ঈদগাঁও অল ষ্টার ফুটবল দলকে ট্রাইব্রেকারে গোলরক্ষকের দক্ষতায় ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক বাইশারী এসোসিয়েশন ফুটবল দল।
১০ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪ টায় বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় উভয় দল কোন গোল করতে না পারায় শেষ পর্যন্ত খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ঈদগাঁও অল ষ্টার ফুটবল দলের দুই খেলোয়াড় মিস করে বসলে ৪-২ গোলে জয় লাভ করে স্বাগতিক দল। স্বাগতিক দলের ট্রাইবেকালে গোল করেন মোঃ হোছাইন, রফিক, সোহেল ও আলাউদ্দিন। এছাড়া স্বাগতিক দলকে সার্বক্ষনিক উৎসাহ দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বাইশারী এসোসিয়েশন ফুটবল একাদশের গোলরক্ষক মোঃ রিয়াদ এবং টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্বাগতিক দলের ডিফেন্ডার টিংকু সুশীল। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন কক্সবাজার জেলা রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী, তার দুই সহযোগী ছিলেন সুমন ভট্টচার্য্য ও মিল্টন দত্ত। ভাষ্যকার ছিলেন মোঃ আবু সাঈদ ইমরান ও মোঃ সাইফুল ইসলাম।
উক্ত খেলায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ শফিউল্লাহ। স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি চট্টগ্রামস্থ ব্যবস্থাপক মোঃ রফিক বসরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু মুসা, সহকারি ইনচার্জ ওমর ফারুক, এএসআই রুবেল ধর প্রমুখ।
খেলা শেষে বিজয় স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের পক্ষ থেকে প্রধান পৃষ্ঠপোষক আওয়ামী লীগ নেতা মোঃ শফিউল্লাহ চ্যাম্পিয়ন বাইশারী এসোসিয়েশন ফুটবল দলের অধিনায়ক মোঃ হোছাইন এবং টিম ম্যানেজার এডভোকেট মুর্শেদুল ইসলাম রুবেলকে চ্যাম্পিয়ন ট্রপি সহ নগদ পঞ্চাশ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন। এছাড়া রানার্স আপ দলকে ট্রপি সহ নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।