৩ জানুয়ারি, ২০২৬ | ১৯ পৌষ, ১৪৩২ | ১৩ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট

বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাষ্ট্রপ্রতির আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নিতে যাওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে।
সংলাপে অংশগ্রহণের জন্য তারা রাষ্ট্রপ্রতির কাছে যাচ্ছেন। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারির আগে শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গণভবনে সেই সংলাপে অংশ গ্রহণ করলে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস অন্যরকম হতে পারত। আজ রবিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এই আলোচনা সভার আয়োজন করে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নির্মল রঞ্জন গুহ ও মতিউর রহমান মতি, নারী বিষয়ক সম্পাদিকা উম্মে রাজিয়া কাজল, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু ও সাজ্জাদ সাকিব বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপিকে উদার মনোভাব নিয়ে সংলাপে অংশগ্রহণের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সংলাপে আসতে হলে বিএনপিকে উদার মনোভাব নিয়ে আসতে হবে। বিএনপি যদি মনে করে বিচার মানি, তালগাছ আমাদের। তাহলে সংলাপ সফল হবে না।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিগত সময়ে সংসদ চলাকালে বিএনপির সদস্যরা ১৬৯ দিনের মধ্য ৪৫ দিন, আর খালেদা জিয়া পাঁচ দিন অংশ নিয়েছিলেন। যারা সংসদে ঠিকমতো উপস্থিত হন না তারা কি আসলে গণতন্ত্র চায়? তারা আসলে চায় ক্ষমতা। কিন্তু পেছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া যাদের মানসিকতা তাদের জনসমর্থন সংকুচিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।