২৭ আগস্ট, ২০২৫ | ১২ ভাদ্র, ১৪৩২ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বিএনপি’র ইতালির ভেনিস শাখার কমিটি ঘোষণা

আবদুল আজিজ সেলিমকে সভাপতি এবং শমসের আকবর পলাশকে সাধারণ সম্পাদক করে ইতালির ভেনিস শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল ইতালি বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের স্বাক্ষরিত নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে অন্যান্যদের মধ্যে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি আলি হোসেন, সহসভাপতি জব্বার মাঝি, সহ-সভাপতি রিয়াজ শরিফ, সহ-সভাপতি শফিক হাসান, সহ-সভাপতি মিশর খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত রহমান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান এবং ১ নং সদস্য কবির শরিফ। এ ছাড়াও ৫ জন উপদেষ্টার মধ্যে একমাত্র প্রধান উপদেষ্টা শামিম দেওয়ানের নাম ঘোষণা করা হয়েছে।

আগামী ১১ জুনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত করে তা অনুমোদনের জন্য ইতালি বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর পাঠানোর জন্য লিখিতভাবে ইতালি বিএনপির পক্ষ থেকে ভেনিসের নয়া সভাপতি এবং সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের ফেসবুক পেজে দেখা যায়, ইতালি বিএনপির আংশিক কমিটির তালিকা প্রকাশ করার মাত্র ১০ মিনিটের মাথায় রিয়াজ শরিফ এবং প্রায় এক ঘন্টা পর সিরাজ কামাল এই কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ ঘোষণায় তারা বলেন, নতুন কমিটিতে নাম দেওয়ার পূর্বে ইতালি বিএনপির কোনো নেতা তাদের সাথে কোনো আলোচনা করেননি। সুতরাং এই কমিটির সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তারা সভাপতি আবদুল আজিজের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইতালি বিএনপির কোনো নেতার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। তবে ভেনিস বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তারা দুজনই ভেনিসের দলীয় নেতা কর্মীদের কাছে চরমভাবে বিতর্কিত। তারা দীর্ঘ দিন দলীয় কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেননি। ঘরে বসে ফেসবুকের মাধ্যমে দলের বিরুদ্ধে এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে নানা প্রকারের অপ্রাচার, মিথ্যাচার করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেন। তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য অতীতে বারবার ইতালি বিএনপির কাছে অভিযোগ করা হয়েছে। এবার তারা ফেসবুকের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছেন এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন।

বিশেষ সূত্রে জানা গেছে, রিয়াজ, কামালসহ ভেনিস বিএনপির সাবেক প্রধান উপদেষ্ট দীর্ঘ দিন সভাপতি আবদুল আজিজ সেলিমের সাথে বিরোধ সৃষ্টি করে রেখেছেন। তারা একজন সভাপতি এবং অপরজন সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে নিজেদের নাম দলীয় নেতা কর্মীদের মধ্যে প্রচারও করেছিলেন, কিন্তু হালে পানি পাননি। তাদের এসব কাজে উৎসাহ যোগান ভেনিসে বসবাসকারী ইতালি বিএনপির একজন নেত্রী। যিনি নেত্রী হওয়ামাত্র এক মাসের মাথায় ভেনিস বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন।

নয়া সভাপতি আবদুল আজিজ সেলিম এবং সাধারণ সম্পাদক শমসের আকবর পলাশ এক বিবৃতিতে ইতালি বিএনপির সভাপতি হাজী আবদুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভেনিসে বসবাসকারী সকল জাতীয়তাবাদে বিশ্বাসী নেতা কর্মীকে ধন্যবাদ জানান।

ভেনিস জাতীয়তাবাদী যুব দলসহ সকল অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদক কে অভিন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে আরো দুই দফায় ভেনিস কমিউনিটির জনপ্রিয় নেতা আবদুল আজিজ সেলিম সফলভাবে ভেনিস বিএনপির সভাপতির দায়িত্ব এবং সাধারণ সম্পাদক শমসের আকবর পলাশ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।