
বরাবর
মাননীয় সংসদ সদস্য কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ, জনাবা শাহীন আক্তার চৌধুরী বদি ও নুরুল আলম চেয়ারম্যান নবনির্বাচিত টেকনাফ উপজেলা এবং বাহার ছড়া ইউনিয়ন চেয়ারম্যান আজিজ উদ্দিন—
বিষয় : টেকনাফ উপজেলা,বাহার ছড়া ইউনিয়নে ডাকাতি প্রসঙ্গে
সবিনয় বিনিত নিবেদন এই যে,আমরা টেকনাফ উপজেলার আওতাধীন বাহারছড়া ইউনিয়নের সাধারণ জনগন। আমাদের আরজ,গত দুই সাপ্তাহ ধরে আমাদের বাহার ছড়া ইউনিয়নে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ডাকাত হামলা করতেছে– এর মধ্যে শিলখালীর ঘটনা আপনাদের জানা–যার ফলে পুরো বাহার ছড়া ইউনিয়নের মানুষ আতঙ্কে।রাতে ঘুমাতে পারতেছে না..সারা রাত না ঘুমিয়ে পাহারা দিতে হচ্ছে যুবকদের–এরি মধ্যে রোজা চলে আসছে—তারপরও থামছে না ডাকাতের দল– প্রতিনিয়ত হামলা করতেছে- অনেকে তারাবীর নামাজ পড়তে যেতে পারেনা ভয়ে-অনেক কস্ট করে রাত পাড়ি দিতে হয়– একটা স্বধীন দেশের মানুষ হয়ে তারা এই ঘটনা মেনে নিতে পারতেছে না– এখনো পর্যন্ত ডাকাত পাহাড়ে অবস্তান করতেছে– প্রসাশন চুপ করে আছে–
অতএব আপনাদের কাছে বিনীত আবেদন উক্ত সমস্যা নিয়ে
প্রসাশন ও সংশ্লিষ্টদের সাথে আলাপ করে এই বিষয়টি সমাধান করে দিল আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং সাধারন জনগন খুবই উপকৃত হবে—
নিবেদকঃ
বাহার ছড়া বাসীর পক্ষে,
মোঃ রাশেল খান,
(ছাত্র)মারিশ বনিয়া S,E,S,D,P মড়েল উচ্চ বিদ্যালয়।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।