৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ | ৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

বান্দরবান জেলা আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

picsart_1480522618493
অভিযানের মুখে তারা দুর্বল হয়ে গেছে ভেবে আমরা যদি আত্মতৃপ্তি পাই ভুল হবে। তারা গভীর ষড়যন্ত্র করছে। যে কোনো সময় আঘাত করতে পারে। যারা শান্তি নষ্ট করতে চাই তাদেরকে বলল, এই অস্ত্র উল্টো তাদের বিরুদ্ধে একদিন কাজ করবে। অবৈধ অস্ত্র পরিহার করে শান্তির পথে আসতে হবে।
বুধবার বান্দরবান জেলা আওয়ামীলীগ আয়োজিত পর্যটন স্পট চিম্বুক পাহাড়ের কর্মী সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, যুব সমাজকে ধ্বংস করতে পাহাড়ে ইয়াবা ঢুকে গেছে। পার্বত্য শান্তি চুক্তির বিষয়ে উদাহরণ দিয়ে তিনি বলেন, যে মা গর্ভে ধারণ করে সন্তান প্রসব করে, সেই মায়ের দরদ থাকে সন্তানের প্রতি। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে আগেও কেউ ভাবেনি, পরেও কেউ ভাববেনা। জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। এছাড়া পার্বত্য অঞ্চলে সুন্দরভাবে কাজ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেন সেতুমন্ত্রী। দলের মধ্যে অন্তর কলহ যেন না থাকে। জনগণের উন্নয়নে কাজ করুন। জনগণকে হৃদয় থেকে ভালোবাসতে শিখুন। না হলে ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দেবে জনগণ।
বুধবার সেতুমন্ত্রী হেলিকপ্টারে করে চিম্বুক সড়কের ওয়াই জংশনে নামেন। তার সঙ্গে সফর সঙ্গী ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। সেখানে তাদেরকে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। এ সময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সহ অন্যান্য অফিসাররাও উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগের নতুন সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানাতে ওয়াই জংশন থেকে চিম্বুক পাহাড় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে শুভেচ্ছা জানান আ’লীগের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চিম্বুক পাহাড়ে অনুষ্ঠিত আ’লীগের কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, চট্টগ্রাম দনি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজুল হক, বান্দরবান জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এবং সাধারন সম্পাদক ও বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।