২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে সন্তু লারমার সফর প্রতিহত এবং পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে টানা ৭২ ঘণ্টার হরতাল চলছে

Bandarban Horotal Pic
পাহাড়ে বেপরোয়া চাঁদাবাজি,অপহরণ ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার বান্দরবান জেলা সফর প্রতিহত করার লক্ষ্যে আজ বুধবার থেকে টানা ৭২ ঘন্টা হরতাল পালিত হচ্ছে। সকাল থেকে হরতালকারীরা জেলা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় এবং বান্দরবান-চট্টগ্রাম সড়কের প্রবেশ পথে বাসষ্টেশন,সুয়ালক,ট্রাফিকমোড়,বালাঘাটা এবং রুমা বাসষ্টেশ এলাকা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। এসময় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। হরতাল সমর্থনে সড়কে পিকেটিং করেন হরতাল সমর্থরা। হরতালে সমর্থনে সকাল থেকে ব্যবসায়ীরা জেলা শহরের সকল দোকান পাট বন্ধ করে রাখে। হরতালের কারনে জেলা সদরের সাথে অপর ৬টি উপজেলার সকল ধরনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও হরতালের কারনে জেলা শহরে থেকে বান্দরবান-চট্টগ্রাম ও বান্দরবান-কক্্রবাজার এবং বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার রাংগামাটি থেকে আজ বুধবার ২দিনের সফরের বান্দরবানে আসার কথা রয়েছে এবং সন্তু লারমা কয়েকটি সমাবেশ করার কর্মসূচি দিয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান,হরতালে বান্দরবানে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং বান্দরবান শহরসহ আশপাশের এলাকাগুলোতে পুলিশসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।